কিভাবে সময় কাটাচ্ছেন দক্ষিনের অভিনেত্রী তাপসি! রইল ফটোগ্যালারি
নিউজ ডেস্কঃ তাপসী শুধু হিন্দি ভাষাতেই নয় এর আগেও একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন এই দক্ষিনি অভিনেত্রী। তাঁর প্রথম ডেবিউ ছবি ঝুমান্দি নান্দাম। এই তেলেগু ছবিতে তাঁর প্রথম দেখা পাওয়া যায়। এরপরে মালায়াম, তামিল ভাষাতেও অভিনয় করেছেন। বলিউডে তাঁর ডেবিউ ছবি চাসমে বাদ্দুর। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটিভ তিনি।