লকডাউনের মধ্যেই ভিডিও শেয়ার করলেন রাইমা। দেখুন
এ এন নিউজ ডেস্কঃ রাইমা সেন। বলিউড থেকে শুরু করে টলিউডে একাধিক হিট ছবি দিয়েছেন। বর্তমানে তামিল ছবি অগ্নি সিরাগুগাল ছবির শ্যুটিং এ ব্যাস্ত। এছাড়াও মালায়ালান, তেলেগু সহ ইংরেজি ছবিতে অভিনয় করেছেন তিনি।
বলিউডে তাঁর ডেবিউ ছবি গড মাদার। যদিও ছবির একাধিক স্টার কাস্টের জন্য সেই ছবিতে তাঁর অভিনয় সেভাবে দর্শকদের মন কাড়তে পারেনি। তবে ঋতুপর্ণ ঘোষের চোখের বালির পর তাঁর অভিনয় প্রশংসা পেয়েছেন বলিউড থেকে শুরু করে একাধিক হলিউড অভিনেতার। এরপরে মেমরিস ইন মার্চ, দ্য বং কানেকশনের মতো ছবিতে দেখাগেছে তাঁকে।
ছবিতে অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ স্বচ্ছল তিনি। প্রায়শয় ফটোশ্যুট করে সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।