অফবিট

সত্যি কি এই ছুটে আসা গ্রহাণুর সাথে ধাক্কা লাগতে পারে পৃথিবীর

ডায়নাসর যুগের অবলুপ্তির কারন কি এবার মানবসভ্যতার অবলুপ্তির কারন হয়ে দাঁড়াবে?বর্তমানে পৃথিবী সংকটের মুখে একদিকে করোনা ভাইরাসের মতো মারন রোগের প্রকোপ।যার ফলে চিন্তিত বিশ্ববাসী।কারন পৃথিবীর সাথে এই গ্রহানুটি ধাক্কা খায় তাহলে পৃথিবীতে মানব সভ্যতার ধ্বংস অনিবার্য।এই রকমই একটি গ্রহানুর সাথে ধাক্কা খেয়ে ডায়নাসর যুগের সমাপ্তি ঘটেছিল।তবে এবার কি হতে চলেছে এই নিয়ে চিন্তিত বিশ্ববাসী।সত্যিই কি পৃথিবী থেকে মানব সভ্যতার অবলুপ্তি হয়ে যাবে চিরদিনের মতো?

বিশেষ সূত্রের খবর যে ২৯ শে এপ্রিল পৃথিবীর দিকে একটি গ্রহানু ধেয়ে আসছে।যার নাম (৫২৭৬৮)১৯৯৮ or2। এই নামকরনের কারন হিসাবে জানা যায় যে এই গ্রহাণুটির উপস্থিতি প্রথম দেখা যায় ১৯৯৮ সালে।যার গতিবেগ আনুমানিক ৩১০০০ কিমি/ঘণ্টা এবং এর ডায়ামিটারটি ৪.১ কিলোমিটারের কাছাকাছি।তবে প্রশ্ন হল এই গ্রহাণুটি কি পৃথিবীকে আঘাত করবে নাকি করবে না?তবে এটা সত্য যে ২৯ শে এপ্রিল এই গ্রহানুটি পৃথিবীর খুব কাছ থেকে যাবে।যার দূরত্ব হবে পৃথিবী থেকে ৩.৯ মিলিয়ন মাইল অর্থাৎ পৃথিবী এবং চাঁদের দূরত্ব থেকে প্রায় ১৬ গুন বেশি।যার ফলে পৃথিবীকে এই গ্রহানু আঘাত করার সম্ভবনা নেই বলেই চলে।তাই এই গ্রহানু মহাশূন্য থেকে আসে মহাশূন্যে বিলিন হয়ে যাবে।বৈজ্ঞানিকদের মতে এই গ্রহানু পৃথিবীকে আঘাত না করে পৃথিবীর পাশ থেকে বেরিয়ে যাবে।তাই এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *