কোন বাদ্যযন্ত্রের সুর আপনার প্রান কেড়ে নিতে পর্যন্ত পারে। দেখুন ভিডিও
নিউজ ডেস্ক – মিউজিক বা সঙ্গীত আমাদের সকলেই কম বেশি প্রিয়। কিন্তু যদি এই মিউজিকে হয়ে ওঠে মৃত্যুর কারণ তাহলে! হ্যাঁ এটি বাস্তব ঘটনা যে একটি মিউজিকের মাধ্যমে মৃত্যু হয়েছে বহু শ্রোতার। তবে শুধু মৃত্যু নয় এই সঙ্গীত শ্রোতাদের নিজের দিকে আকর্ষণ করে এবং তারপরে তাদের মৃত্যুর দিকে ঢলে যেতে সাহায্য করে। এমনই এক আজব দৃশ্যের সাক্ষী ছিল আমেরিকা।
লোক ভাষ্য মতে জানা যায়, ১৭৬১ সালে সকল সুরের তাল মিলিয়ে একটি উদ্যোগী তৈরি করেছিল আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি মূলত ৩৭টি ঘুরন্ত কাচের গ্লাস কতগুলো রডের উপর সাজান। এরপরই নানান তাল মিলিয়ে তৈরি করে ফেলেন একটি অনবদ্য সুর। যা আকর্ষণ করে বহু দর্শককে। কার্যত সেই সময়ে এই সঙ্গীত জনপ্রিয় হয়ে উঠেছিল চারিদিকে। গোটা বিশ্বে লোকমুখে প্রচার হওয়ার কারণে এই সংগীতের নাম হয় গ্লাস হারমোনিকা কিংবা গ্লাস আরমোনিকা। সংগীতটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে বুড়ো থেকে ছুড়ো সকলেরই জনপ্রিয় ছিল এটি। কিন্তু এর পরেই প্রকাশ্যে আসে আসল ঘটনা।
সংগীতটি পপুলার হওয়ার কারণে জনশ্রুতি বৃদ্ধি পায়। মূলত যে সকল ব্যক্তি এই সঙ্গীতের উপর আকৃষ্ট হয়েছিল তারা দীর্ঘদিন সোনার কারণে তাদের কান ও মাথার যন্ত্রণা শুরু হয়ে যেত। ভোর হয়ে যেত অক্ষুপল্লব। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকের মৃত্যুও হয়েছে এই সঙ্গীতের কারণে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি। বর্তমানে এই ধন্ধে পড়ে রয়েছে বিশেষজ্ঞরা।