পিথাগোরাস, প্লেটো, আলেকজান্ডার, আর্কিমিডিস মত মহান গণিতবিদদের জন্মভূমি হলো গ্রিস। গ্রীস সম্পর্কে ১০ টি অবাক করা বিষয়
নিউজ ডেস্ক: কাউকে নিজের মনের কথা বলতে গেলে সবসময় ই গোলাপ ফুল নিয়ে গিয়ে ভালোবাসার কথা বলতে হয়। কখনও কি ভেবে দেখেছেন যে ফল গায়ে ছুড়ে মারলেই মনের কথা বলা হয়ে যায়। ঠিক তাই কারও গায়ে আপেল ছুড়ে মারার অর্থ নিজের মনের কথা বলা। কিন্তু কোন দেশে এমন নিয়ম আছে জানেন? ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত গ্রিস দেশটি। পাশ্চাত্য সভ্যতার জন্মভূমি এই দেশ। গ্রিস বাসীর বেশিরভাগই অর্থোডক্স খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। গ্রীসের রাজধানী এথেন্সে পৃথিবীর সবথেকে পুরনো শহর গুলির মধ্যে একটি। এই এথেন্স নগরীর গড়ে ওঠার এক বিশাল বড় ইতিহাস রয়েছে।
গ্রীস সম্পর্কে 10 টি মজাদার তথ্য হল ~
1.প্রাচীন ঐতিহ্য ভাস্কর্য ও জ্ঞান বিজ্ঞানে ভরা এই দেশের সৌন্দর্য প্রত্যেকের মন জয় করে নেয়।
2. প্রাচীন গ্রিসের সর্বপ্রথম লোকতন্ত্র লক্ষ্য করা যায়।
3. গ্রিক সভ্যতার অন্যতম অবদান হল অলিম্পিক গেমস, বিভিন্ন দার্শনিক চিন্তাধারা, রাষ্ট্র ও বিজ্ঞান,পশ্চিমা সাহিত্য, বৈজ্ঞানিক আবিষ্কার,লোকতন্ত্র, থিয়েটার, নাটক প্রভৃতি।
4. গ্রীসের সরকারি ভাষা হলো গ্রিক এটি বিশ্বের প্রাচীনতম লিখিত ভাষা।
5. এথেন্সে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন নিদর্শন যা তখনকার দিনের দৃশ্যগুলিকে প্রস্ফুটিত করে তুলে।
6. গণিতশাস্ত্রে ও গ্রীকদের অবদান অপরিসীম। পিথাগোরাস, প্লেটো, আলেকজান্ডার, আর্কিমিডিস মত মহান গণিতবিদদের জন্মভূমি হলো গ্রিস।
7. এখানকার শহরগুলির প্রতিটি বাড়ির বারান্দা সাজানো থাকে রকমারি ফুল দিয়ে।
8. এথেন্স নগরীতে রয়েছে আক্রোপলিস যা ঐতিহাসিক যুগের এক সুন্দর নিদর্শন। বর্তমানে যা একটি জাদুঘরে পরিণত হয়েছে।
9. প্রাচীন গ্রিসের কারো ওপর আপেল ধরে মারার অর্থ হল তাকে সে ভালবাসে। এই আপেল ছড়ার মাধ্যমে তারা একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে।
10. প্রাচীন গ্রিসে বহু দেবদেবীর প্রচলন ছিল। তারা ভারতীয় বৈদিক শাস্ত্র মতে বহু দেব দেবতায় বিশ্বাসী ছিলেন।