অফবিট

পৃথিবীর সবথেকে দামী আম কোন দেশে রয়েছে জানেন?

নিউজ ডেস্ক –  সর্বদাই ফলের মধ্যে আমকে রাজা হিসাবে গণ্য করা হয়।  এমন একটি সুস্বাদু ফল যার মূল্য ফলের মধ্যে সবার উঁচুতে। পাশাপাশি চাহিদার ক্ষেত্রেও আমকে সবার প্রথম সারিতেই ধরা হয়। কিন্তু এমন এক ধরনের আম হয়েছে যা কিনতে গিয়ে ফতুর হয়েছেন বহু ধনী ব্যক্তি। এই বিশেষ প্রজাতির আম  আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না। এই প্রজাতির আমের ফলন হয় মূলত জাপানের মায়াজাকিতে। যার নাম  তাইও  নো তামাগো। যার  আক্ষরিক অর্থ Egg of the sun।  

জানা গিয়েছে এই আম গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি সময় উৎপাদন করা হয় । তবে শুধু চাষ করে বাজারে বিক্রি করায় নয় এই প্রজাতির আম যখন প্রথম উৎপাদিত হয় তখন একটিকে নিলামে তোলা হয়।   নিলামে তোলা আমের মূল্য এতটাই আকাশছোঁয়া হয় যে কোন ধনী ব্যক্তি সেটিকে কিনতে অন্তত দশবার ভাববেন। এই আমি গাত্রবর্ণ হয় কিছুটা হলুদ ও কিছুটা লাল। তবে আর বাদবাকি আমের মত একটানা ফলন হয় না এর । মূলত অর্ডারের উপর নির্ভর করে এর চাষ করা হয়। যার কারণে চাহিদা যুক্ত এই আমের দামও চাহিদার মতো। তবে আম প্রেমীরা একবার চাইলে জাপানে গিয়ে এই বিরল প্রজাতির  আমের স্বাদ গ্রহণ করে আসতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *