শীতকালে ত্বকের সমস্যা মেটাতে কোন ৩ টি কাজ করবেন
নিউজ ডেস্কঃ শীত মানে ত্বকের সমস্যা।তাই এই সমস্যা দুর করতে সবার আগে দরকার ত্বকের যত্ন নেওয়া।আর তার জন্য বাইরে যাওয়ারও কোন দরকার নেই এই কাজটি আপনারা বাড়িতে বসেই করতে পারবেন।তাই কিভাবে ত্বকের যত্ন নেবেন সেটা জেনে নিন।
১.ত্বকের যত্ন নিতে হলে নিয়মিত মুখে ক্লিনজিং, টোনিং,ময়শচারাইজিং করতে হবে।তার সাথে সপ্তাহে একদিন স্ক্রাবিং এবং হাইডরেশন মাস্ক লাগাতে হবে।
২. শীতে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করতে চটজলদি একটি প্যাক বানিয়ে ফেলুন।এর জন্য একটি পাত্রে পাঁচ চামচ মধু নিয়ে তাতে দুই চা চামচ হলুদ ,পরিমাণ মতো বেসন এবং দুধ ভালো করে মিশিয়ে নিন।তারপর ওই মিশ্রণটি স্নান করার আগে দশ থেকে পনেরো মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রেখে দিন।এরপর স্ক্রাব করে মুখ ধুয়ে নিন।
৩. শীতকালে পা ফাটার সমস্যা একটি কমন সমস্যা।যা দেখতে খুব বাজে লাগে।তাই এই শীতে পা ফাটাকে বলুন বাই বাই।এর জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালো করে ধুয়ে নিয়ে মাখন লাগিয়ে প্লাস্টিক রাপার দিয়ে সারারাত পায়ে মুড়িয়ে রাখবেন।তারপর সকালে ঘুম থেকে উঠে পা মুছে পা ধুয়ে নেবেন।এতে দেখবেন ভালো উপকার পাবেন।