অফবিট

বাংলার বেশীরভাগ বাড়িতেই শাশুড়ির সাথে বৌমার ঝামেলার কারন কি?

নিউজ ডেস্ক  – বাংলার প্রায় সিংহভাগ বাড়িতেই ঝগড়া অশান্তির জন্য কাক চিল বসার জোঁ থাকেনা। কিন্তু এই দৃশ্য আবার বিদেশে দেখা যায় না। এর মূলমন্ত্র কি! বিষয়টি অনেকের কাছে অজানা হলেও খুবই সহজ। 

বিদেশে দেখা যায় সেখানকার নিয়মানুসারে ছেলেমেয়েরা একটু প্রাপ্তবয়স্ক হতেই তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের বাড়ি তৈরি করতে হয়। সেক্ষেত্রে জীবনের একটা বড় অংশ ছাড়া চাকরি করতে,  বাড়ি করতেই কাটিয়ে দেয়।  এরপরই বিয়ের বয়স আসলে নিজেদের পছন্দমতো মেয়েকে বিয়ে করে নিজেদের বাড়িতে থাকে। সেক্ষেত্রে বাবা মার সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে তাদের বাড়ি যায়। যার কারণে বাড়ি ও সংসার দুটোই আলাদা হওয়ায় শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া হবে কি করে!  যে যার মতো বাড়িতে নিজেদের মতো খুশি থাকে। 

অন্যদিকে আবার আমাদের সমাজের দিকে নজর দিলে দেখা যাবে এখানে পারিবারিক অশান্তি হলে বিষয়টাকে যতটা প্রাধান্য না দেওয়া হয় তার থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় সামান্য শাশুড়ি বৌমার  বচসায়। বাংলায় বেশিরভাগ বাড়িতেই শাশুড়ি বৌমার সামান্য তর্ক বিতর্ককে বাড়িয়ে ছড়িয়ে  যুদ্ধে পরিণত  করে অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *