অফবিট

ভারতবর্ষ প্রত্যাখ্যান করলেও রাশিয়া এক লাখ টনের সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চলেছে

জুন, ২০২৪ বিশ্বরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। প্রায় দুইবছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত জুন মাস থেকেই ইউক্রেন আমেরিকা ও পশ্চিমা দেশ গুলোর সম্মতিতে রাশিয়ার অভ্যন্তরে আক্রমন করা শুরু করে। আবার ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে একটি কুটনৈতিক দুরত্ব তৈরি হয়েছে। তবে এসব ছাড়াও গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমা সংবাদমাধ্যম গুলো একটি খবর প্রচার করছিলো রাশিয়ার কাছে আর কোনও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। কিন্তু এবার রাশিয়ান মিডিয়া সূত্রে জানা গেছে রাশিয়া একটি বিশাল সুপার ক্যারিয়ার নির্মানের পরিকল্পনা করেছে যা আমেরিকার নৌবাহিনীতে থাকা অনেক এয়ারক্রাফট ক্যারিয়ারের থেকেও শক্তিশালী হবে। রাশিয়ার এই সুপার ক্যারিয়ারের ডিসপ্লেসমেন্ট এক লাখ টনেরও বেশী হবে। বিশ্বে এই মূহুর্তে আমেরিকা ছাড়া কোনও দেশের এক লাখ টনের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। 

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে রাশিয়া তাদের নৌবাহিনীকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছিল। বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ান নৌবাহিনীতে মাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেটসোভ ছিল। এই এয়ারক্রাফট ক্যারিয়ার বহু পুরেনো, ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়ন এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছিল। এত পুরোনো হওয়ার কারনে ২০২৩ সালের জুলাই মাসে রাশিয়া এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে অবসরে পাঠিয়ে দেয়। এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মান যেমন জটিল ঠিক তেমনি একে চালনা করাও অত্যন্ত ব্যায়বহুল। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে কয়েকটি ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, ট্যাঙ্কার মিলিয়ে তৈরি হয় ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ। সবমিলিয়ে গড়ে একটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ তৈরি করতে অন্তত ১৫-১৬ বিলিয়ন ডলার প্রয়োজন। সুতরাং এই বিপুল ব্যায়ভার বহন করা সব দেশের পক্ষে সম্ভব নয়। এই জন্য বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছেই বর্তমানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। এই মূহুর্তে আমেরিকার কাছে ১১টি, চীনের কাছে ৩টি, ভারত, ব্রিটেন, ইতালি ও জাপানের কাছে ২টি করে এবং ফ্রান্সের কাছে ১টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। তবে আমেরিকার প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারই পরমানু ক্ষমতা সম্পন্ন এবং আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আধুনিক। রাশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকায় পশ্চিমা দেশগুলো যথেষ্ট খুশিই হয়েছিল কারন এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকার অর্থ সেই দেশ নিজের জলসীমা অতিক্রম করে বেশী দূর গিয়ে যুদ্ধ করতে পারবেনা। কিন্তু গত কয়েকদিন আগে হঠাৎই শোনা যায় রাশিয়া এক লাখ টনের সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার প্রজেক্ট স্ট্রম ২তে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু ভারত এই প্রজেক্টের ব্যাপারে ২০১৫ সাল থেকেই জানতো। রাশিয়ার এই প্রজেক্ট স্ট্রম ২কে আগে প্রজেক্ট ২৩০০০ই বলা হত। পরমানু শক্তিচালিত এই সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারের ডিজাইন করেছে রাশিয়ার ক্রিলোভ স্টেট রিসার্চ সেন্টার। এই ক্যারিয়ার নির্মান করতে মোট ৫.৫ বিলিয়ন ডলার খরচ হত। ২০১৬ সালের জুলাই মাসে রাশিয়া ভারতকে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ডিজাইন বিক্রি করার প্রস্তাব দেয়। রাশিয়া ভারতকে জানায় তারা ছয় থেকে দশ বছরের মধ্যে এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে দেবে। তবে অতিরিক্ত খরচের জন্য ভারত রাশিয়ার এই প্রস্তাবে রাজি হয়নি। তবে রাশিয়া বর্তমানে এই প্রজেক্টকে আরও আপগ্রেড করেছে। রাশিয়া এই এয়ারক্রাফট ক্যারিয়ারে সর্বাধুনিক এস ৫০০ এয়ারডিফেন্স সিস্টেম ইনস্টল করার পরিকল্পনা করেছে। এস ৫০০কে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। এই সিস্টেমের ৫০০ কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনও যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন এলে তা ধ্বংস হয়ে যাবে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল ব্যাপার হচ্ছে তার আত্মরক্ষা। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মান করতে যেমন প্রচুর খরচ হয় তেমনি ক্যারিয়ারে অনেক আধুনিক যুদ্ধবিমান থাকে। তাই শত্রুর মিসাইল আঘাত থেকে ক্যারিয়ারকে বাঁচানোর জন্য সম্পূর্ন ক্যারিয়ার ব্যাটেলগ্রুপ তৈরি করা হয়। রাশিয়ার এই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার এস ৫০০ থাকার কারনে ক্যারিয়ারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মানে ছয় থেকে দশ বছর সময় লাগলেও যেহেতু বর্তমানে রাশিয়া যুদ্ধের মধ্যে রয়েছে সেজন্য রাশিয়া অনেক তাড়াতাড়ি এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির চেষ্টা করছে। অ্যাডমিরাল কুজনেটসোভ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে রাশিয়া এই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে, নর্থান ফ্লীটে এই ক্যারিয়ার যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *