অফবিট

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রখর রোদেও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়

ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সাধারন নির্বাচন শুরু হয়ে গেছে গোটা দেশজুড়ে। সমস্ত রাজনৈতিক দলই যুদ্ধকালীন তৎপরতায় রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিশেষ মোনোযোগ দিয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত ৩৫টি কেন্দ্রে জেতবার ব্যাপারে আশাবাদী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এইজন্য রাজ্যের বিভিন্ন কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ন লোকসভা কেন্দ্র যাদবপুরের ভোটের ফলের দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবার যাদবপুরে শাসকদল তৃনমূল কংগ্রেস, প্রধান বিরোধীদল বিজেপি এবং সিপিআইএমের মধ্যে হাড্ডিহাডি লড়াই হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে শাসকদলের মজবুত অঞ্চল হিসাবে পরিচিত যাদবপুরে তুখোড় রাজনৈতিক কর্মী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়কে প্রার্থী হিসাবে মোনোনীত করেছে রাজ্য বিজেপি। যাদবপুরে বিজেপিকে জয়ী করার জন্য ডঃ গঙ্গোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একাধিক কর্মসূচি করে চলেছেন বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। গত কয়েক সপ্তাহের প্রচারে তিনি যাদবপুর কেন্দ্রে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন যারজন্য শাসকদলও অস্বস্তিতে রয়েছে।

প্রতিদিনের মতো আজ সকালে ডঃ গঙ্গোপাধ্যায় তার নির্বাচনী প্রচার শুরু করেন যাদবপুর কেন্দ্রে। সকাল আটটা নাগাদ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মন্ডল ৫ এর ঘোলা থেকে ছায়ানী পর্যন্ত প্রচারাভিযান করেন তিনি। প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তীব্র গরমকে উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি জনসংযোগ যাত্রা শুরু করেন। তপ্ত গরমে কখনও টোটো করে, কখনও বাইকে করে, আবার কখনও পায়ে হেঁটে প্রচার করেন বিজেপি প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ডঃ গঙ্গোপাধ্যায় আপামর সাধারন মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। প্রতিদিনের মতো আজও তার জনসংযোগ যাত্রাকে কেন্দ্রকরে সাধারন মানুষের সুবিশাল ভিড় লক্ষ্য করা যায়। আজকের প্রচারাভিযানের প্রধান উদ্দেশ্য ছিল মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নারীর ক্ষমতায়ন সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পানীয় জলের সুবিধা পৌঁছে দেবার জন্য শ্রী নরেন্দ্র মোদীর নিশ্চয়তা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন কর। আজকের জনযাত্রায় মানুষজন ফুলের মালা পড়িয়ে অভ্যর্থনা করেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়কে। রাস্তার দুধারে সমস্ত মানুষের কাছে করজোড়ে বিজেপি প্রার্থী পুনরায় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের আর্জি জানিয়েছেন। পদযাত্রায় বহু মানুষের সাথে করমর্দন করেন তিনি। ডঃ গঙ্গোপাধ্যায় জনসাধারনকে জানান যদি বিজেপি জয়লাভ করে তাহলে শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের অংশ হিসাবে পশ্চিমবঙ্গের আরও উন্নয়ন হবে। ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পথের দুধারে অগনিত মানুষ আজও ভারত মাতার জয়ধ্বনী দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *