বিনোদন

‘যমালয়ে জীবন্ত ভানু’

৬ আগস্ট ছিল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস। সেই দিনই সারপ্রাইজ পেল বাংলা সিনেমা জগতের দর্শকেরা। এত বছর পরে সেলুরয়েডের পর্দায় নড়তে চড়তে দেখা যাবে ভানু বন্দ্যোপাধ্যায়কে।  কি ভাবছেন এই সবই কি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে হচ্ছে? না তা কিন্তু একদমই নয়। 

নিজের অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং  অধ্যবসায়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্র পর্দায় তুলে ধরবেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। 

১৯৫৮ সালে মুক্তি পেয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’। তার অভিনয়, কমেডি টাইমিং দর্শকদের মন জিতে নিয়েছিল। এবার সেই ছবির জের  টেনে তৈরি হচ্ছে ‘যমালয়ে জীবন্ত ভানু’। কিন্তু দর্শকেরা জানতে চাইছেন এই ছবিটি কি সিকুয়্যালে তৈরি হচ্ছে? নাকি এই সিনেমাটি ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক?  ছবিটির পরিচালক মিরাক্কেল খ্যাত ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় অন্য কিছু তৈরি করতে চেয়েছেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের সেরা ছবিগুলি থেকে বাছাই করা কিছু টুকরো টুকরো দৃশ্যতে নিজস্ব স্বাদ দিয়ে পুনর্নির্মাণ করতে চলেছেন তিনি। 

অনেকেই প্রথম দেখায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাননি। কিংবদন্তি অভিনেতার চরিত্র যথার্থ হাতেই পড়েছে, তা নিয়ে নিশ্চিত দর্শকেরা। যদিও সিনেমাটি দেখার জন্য এখনও শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *