বোন মুসলিম, দাদা হিন্দু। আসছে নতুন ছবি ফতেমা
নিউজ ডেস্কঃ বাবাই ছিল সংসারের উপার্জিত করা একমাত্র মানুষ। কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল কারন হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় বন্ধ হয়ে যায় তার রিকশা চালানো। যার ফলে তার কন্যার লেখা পড়ার সাথে সাথে ভেঙ্গে যায় সরকারি চাকরি নিয়ে বাবার সমস্ত কষ্ট দূর করার স্বপ্নও। মেয়েটির নাম ছিল ফতেমা। এখন থেকেই শুরু হয় এই মেয়েটির যুদ্ধ। সংসার চালানোর তাগিদে ওই এলাকার এক পুরোহিত বাড়িতে ঘর মোছা , বাসন মাজা, রান্না করা , এমনকি পুজোর ভোগ তৈরি করা এই সমস্ত কাজ করে। ইতিমধ্যে হারিয়ে ফেলে তার বাবাকে। অনেক আগেই মাকে হারিয়েছে। যার ফলে ফতেমা পুরো পুরি ভাবে জায়গা হল ওই পুরোহিতের বাড়িতে। পুরোহিত, ফতেমাকে বোনের মতো ভালোবাসত এবং
ফতেমাও পুরোহিতকে দাদার মতো শ্রদ্ধা করে। এত পর্যন্ত সব ঠিকঠাক চলছিল কিন্তু এরপরে তৈরি হল এক সমস্যা। সমাজ এই দুটি ভিন্ন ধর্মের মানুষকে একটি ছাদের তলায় বসবাস করার বিষয়টিকে ভালো চোখে দেখল না।
হিন্দুর ঘরে থাকা,কাজ করা,খাওয়া,পুজোর কাজে সাহায্য করার জন্য ফতেমাকে মুসলমানরা এক ঘরে করে দিল। অন্যদিকে হিন্দু সমাজও মেনে নিল না এই বিষয়টি। বয়কট করতে শুরু করল ওই রোহিতকে। পূজার্চনার জন্য আর কেউ ডাকল না।
কাজ হারিয়ে অতি কষ্টে দিন কাটতে থাকে পুরোহিতের। ইতিমধ্যে শেষ হয়েছে জমানো পয়সা। কাজের জন্য হন্যে হয়ে দোরে ঘুরে তারা কিন্তু কেউ কাজ দেয় না। এমনকি রাখল না কেউ তাদের খোঁজ। কিভাবে কাটাবে তাদের জীবন এবং কোন পথেই বা হাঁটবে তাদের জীবন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে এই সিনেমাটি।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে লাবনী সরকার, রাজু মজুমদার, বরুন চক্রবর্তী, সান্তনা বসু, অনিন্দিতা সোম সহ আরও বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীদের।