২৫শে বৈশাখ উপলক্ষ্যে ভোজন রসিকদের জন্য খাবারের হাট বসেছে জোড়াসাঁকোতে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে সেজে ওঠে গোটা দেশ। কবিকে স্মরণ করে অনুষ্ঠিত হয় নানান সংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন রকম নৃত্য সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রবীন্দ্রনাথের জন্মদিন। এবার কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে কলকাতার আলাকার্ডায় ভোজন রসিকদের জন্য তৈরি করা হয়েছে জোড়াসাঁকো নামে একটি রেস্তোরাঁ। যেখানে এবছর কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে অর্থাৎ ২৫শে বৈশাখ উদযাপনে খাদ্য তালিকায় রাখা হয়েছে বিশেষ কিছু খাবার।
জোড়াসাঁকো রেস্তোরাঁর মালিকের দাবি, যেহেতু এই রেস্তোরা জোড়াসাঁকো নামে তৈরি করা হয়েছে সে কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত খাবার সবথেকে প্রিয় ছিল এবছরের ২৫শে বৈশাখ উপলক্ষ্যে সেই খাবারই রাখা হয়েছে খাদ্য তালিকা তথা মেনুতে। এই বিশেষ অফারটি চালু থাকবে ৬ থেকে ৯ মে পর্যন্ত।
খাদ্য তালিকা তথা মেনুতে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের যে সমস্ত খাবার রাখা হয়েছে সেগুলি হল – চিংড়ির মালাইকারি, পোস্ত চিংড়ি, লুচি, চিংড়ি পোলাও, জোড়াসাঁকোর স্পেশাল চিকেন কাড়ি, পাঠার বাংলা ও মোরোলা মাছের অম্বল।