যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনকে কেন গুড ফ্রাইডে বলা হয়, জেনে নিন বিস্তারিত
নিউজ ডেস্ক: গুড ফ্রাইডে যেই দিনে যিশু খ্রিস্টের উপর নির্মম অত্যাচার চালিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। তাই এই দিন আসলে একটি ‘বেদনাময়’ দিন। তাহলে কেন এই দিনটিকে গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হয়?
এই দিনটি গুড ফ্রাইডে এছাড়া আরো অন্য নামে পরিচিত আছে ‘হোলি ফ্রাইডে’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘গ্রেট ফ্রাইডে’ এছাড়াও জার্মানি-সহ বেশ কিছু জায়গায় ‘বেদনাময়’ শুক্রবার বলা হয়। তবে প্রশ্ন হল গুড ফ্রাইডে এই নামটির পেছনে কি ব্যাখ্যা রয়েছে? এই ইংরেজি নামটির একটি ব্যাখ্যা হল, এটি গড’স ফ্রাইডে’র পরিবর্তিত রূপ। এছাড়াও পবিত্র বা ইংরেজি হোলি অর্থে প্রাচীন ইংরেজিতে ‘গুড’ শব্দটি ব্যবহৃত হত, সেখান থেকেও এই নামটির উৎপত্তি হতে পারে।
গুড ফ্রাইডে এই দিনটি গোটা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় মানুষজন সারাদিন অভুক্ত থেকে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি স্মরণ করেন। মনে করা হয় যে এই দিনটিতে দুপুর ১২ টা থেকে ৩টে এই সময়ের মধ্যেই যীশুখ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যার কারনে এই দিনে চার্চে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বিশেষ উপাসনার আয়োজন করা হয় এবং এই উপাসনায় অংশগ্রহন করে খ্রিস্টানরা। এই দিনটিতে যেহেতু যীশুখ্রীষ্ট মৃত্যুবরণ করেছিলেন সেই কারণে এই দিন গির্জায় খ্রিস্টানরা কালো পোশাক পড়ে যান। কারণ কালো রং কে শোকের প্রতীক হিসেবে মানা হয়।এছাড়াও এই দিনটিতে বিশেষ প্রার্থনা করা হয় তবে সেই দিন ঘন্টা বাজানো হয় না গির্জায়।