পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গুজরাট। কোথায় কি নামে উদযাপিত হয় মকর সংক্রান্তি! জানেন কি?
নিউজ ডেস্ক: ১৪ই জানুয়ারি শনিবার দেশ জুড়ে পালন করা হবে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, বলা হয় যে এই দিনে নাকি সূর্য তার নিজের কক্ষপথে থেকে প্রবেশ করে মকর রাশিতে। এই দিনটি দেশবাসী আনন্দের সহিত উদযাপন করে। তবে এই উৎসবটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে উদযাপিত হয় l
চলুন জেনে নেওয়া যাক কোথায় এই উৎসবটি কি নামে উদযাপিত হয় l
১)পশ্চিমবঙ্গে এই উৎসবটি ‘পৌষ সংক্রান্তি’, ‘পৌষপার্বণ’ বা ‘নবান্ন’ নামে পরিচিত।
২)উত্তরপ্রদেশ,রাজস্থান ও গুজরাতে এই উৎসবটি উত্তরায়ণ নামে পরিচিত। উওরপ্রদেশে আবার অনেকে এই উৎসবটিকে ঘুঘুটিও বলে থাকেন। এছাড়াও এই দিনে গুজরাতে পালিত হয় ঘুড়ি উৎসব।
৩)বিহারে এই উৎসবটি তিল সংক্রান্তি নামে পরিচিত। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই উৎসবটি ‘খিচড়ি পরব’ নামে পরিচিত।
৪) পঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মুতে এই উৎসবটি ‘লোহরি’ নামে পরিচিত। এছাড়াও এই অঞ্চলে লোকেরা একে আবার ‘মাঘী’ উৎসবও বলে।
৫)কর্ণাটকে এই উৎসবটি পরিচিত ‘মকর সংক্রমনা’ বা ‘ইল্লু বিল্লা’ নামে।
৬) এই উৎসবটি পূর্ব ভারতের অসমে ‘ভোগালি বিহু’ নামে খ্যাত। ওড়িশায় এই উৎসবটি মকর চাউলা বা মকর সংক্রান্তি নামে পরিচিত।
৭) এই উৎসবটি তামিলনাড়ুতে পোঙ্গল নামে পরিচিত।
৮) মধ্যপ্রদেশে ‘সুকরাত’ নামে এই উৎসবটি পরিচিত।
৯)কাশ্মীরে এই উৎসবটি ‘শায়েন-ক্রাত’ নামে খ্যাত। গোয়ায় এই উৎসবটি হলদি কুমকুম নামে পরিচিত।
১০) এই উৎসবটি মহারাষ্ট্রে ‘তিলগুল’ নামে পরিচিত। আবার অনেকে এই এই উৎসবটিকে মাঘি সংক্রান্তিও বলেন।