বিনোদন

কলকাতায় বিস্ফোরণের ছক একদল জঙ্গির

কলকাতায় বিস্ফোরণের ছক কষেছে একদল জঙ্গি। শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে চায় তারা। উদ্দেশ্য, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আজিজকে জেল থেকে মুক্ত করা। এজন্য শহরে পা রাখা ২৫ বছরের একটি ছটফটে হাসিখুশি তরুণকে অপহরণ করে জঙ্গিরা। আনিস নামে ওই তরুণকে দিয়েই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে অপহরণকারীরা। এই পরিস্থিতিতে আনিস কি পা দেবে জঙ্গিদের ফাঁদে? নাকি সেই ষড়যন্ত্রের জাল কেটে বেরিয়ে আসতে পারবে সে?

রুদ্ধশ্বাস এই গল্প নিয়েই ক্রাইম থ্রিলার ’36 Hours’। আনিসের ভূমিকায় অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। এছাড়াও আছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিপ্লব কুমার সিনহা, সুকন্যা চট্টোপাধ্যায় ও আরও অনেকে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত এই ক্রাইম থ্রিলারের পরিচালক শঙ্খ।

এর আগে বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে দেখা গেছে তাঁকে। ২০১৭ সালে ‘২৪x৭’ তথ্যচিত্রর জন্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এছাড়াও কয়েকটি কর্পোরেট ভিডিও ও টেলিফিল্মও তৈরি করেছেন শঙ্খ। গত কয়েক বছর ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *