সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া উচিত!
নিউজ ডেস্ক – মাধ্যমিক পরীক্ষা মানে পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা। সেক্ষেত্রে বাংলা মিডিয়াম হোক কিংবা ইংলিশ মিডিয়াম বোর্ড এক্সাম মানেই পড়ুয়াদের চিন্তার শেষ থাকে না। তাই খুব মনোযোগ সহকারে নিতে হয় প্রস্তুতি।
অনেক্ত পড়ুয়া কিংবা অভিভাবকদের মতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তুলনায় সিবিএসই বোর্ড এক্সামের প্রস্তুতি অনেক কঠিন হয়। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। দুটি বোর্ডের মধ্যে শুধুমাত্র একটাই তফাৎ যে বাংলা মিডিয়ামের সকল বিষয়বস্তু বাংলাতে থাকে এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সেটা ইংলিশে থাকে। তা না হলে প্রস্তুতি দুটোর ক্ষেত্রেই সমান।
কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত :-
১) সারাদিন ধরে পড়াশোনা না করে নির্দিষ্ট কয়েক ঘণ্টা বেছে নেওয়া উচিত। এবং সেই কয়েক ঘন্টায় এমনভাবে পাঠ্য বই পড়তে হবে যাতে সেটা পরীক্ষার দিন পর্যন্ত হয়ে থাকে।
২) স্কুল শিক্ষক কিংবা প্রাইভেট টিচারদের নির্দেশ মেনে প্রশ্ন সলভ করতে হবে। কারণ যত প্রশ্নের উত্তর করা যায় ততই প্রাক্টিস ভালো হয়।
৩) পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বই ফলো করতে হবে।
৪) পরীক্ষার আগে যেহেতু হাতে সময় খুব কম থাকে সে ক্ষেত্রে বছরের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।