চীনের মুকুট এবার ভারতবর্ষের মাথায় আসছে
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে চীনকে যে পেছনে ফেলতে চলেছে তা ইতিমধ্যে একাধিক রিপোর্টে প্রকাশ পেয়েছে। কারন শেষ কিছু বছরে প্রচুর বিদেশী বিনিয়োগ এসেছে ভারতবর্ষে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হতে চলেছে ভারতবর্ষের মাটিতে।
ভারতবর্ষের অসাধারণ সফলতার মুখ দেখতে চলেছে ভারতের সেমি কন্ড্যক্টর ইন্ডাস্ট্রি। ফক্সকন ও বেদান্তের পর প্রথম রাউন্ডে ভারতে সেমি কন্ড্যক্টর ইন্ডাস্ট্রি নির্মানে ও ডিসপ্লে ফেব্রিকেশানের জন্য এখনও পর্যন্ত প্রায় $২০.৫বিলিয়ন এর বিনিয়োগ প্রোপোজাল এসেছে।
বর্তমানে $৭বিলিয়নের ডিসপ্লে ম্যনুফ্যক্চারিং এর ভারতের ইন্ডাস্ট্রি ২০২৫ এর মধ্যে $১৫বিলিয়নে পৌছবে বলে মনে করা হচ্ছে। GEN 8.6 TFT ডিসপ্লে ফেব্রিকেশান থেকে শুরু করে GEN6 ডিসপ্লে ও স্টেট অফ দ্যি আর্ট এ্যমোলেড ডিসপ্লে ফ্যব্রিকেশানের কাজও করা হবে ভারতে।চীনের মুকুট এবার ভারতবর্ষের মাথায় আসতে চলেছে। ভারতে গত কয়েক বছর ধরে যেভাবে বিদেশী বিনিয়োগ আসছে তাতে আগামী কয়েক বছরে বেসরকারি কর্ম সংস্থানের এক জোয়ার আসতে চলেছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই।