দ্রুত চুক্তি শেষ হওয়ার পথে অত্যাধুনিক হেলিকপ্টারের
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের অর্ডার করা ২৪টি এমএইচ-৬০ রোমেওর মধ্যে প্রথম ব্যচের ৩টি হেলিকপটার ভারতেআস্তে চলেছে জুলাই এর মাঝের দিকে। বর্তমানে তিনটি হেলিতে ভারতীয় নৌসেনার ক্রু রা ট্রেনিং নিচ্ছে। এই তিনটি রোমেও কোচিতে মোতায়েন থাকবে হোম বেস হিসাব। আর মিশনের জন্য বিভিন্ন যুদ্ধজাহাজে থাকবে।
শেষ চার পাঁচ দশকে প্রথম ভারতের নৌবাহিনীর জন্য মিডিয়াম মাল্টিরোল হেলি আসতে চলেছে যা এ্যন্টিসাবমেরিন ওয়ারফেয়ার দক্ষ।এদিকে আইএনএস ভিক্রান্তের জন্য ৬টি কামভ-৩১ আর্লি ওয়ার্নিং হেলিকপটারের চুক্তিটি ডিফেন্স এ্যকুয়েশান কাউন্সিলে রয়েছে আর চুক্তির প্রোগ্রেসের রিপোর্ট আসছে। চুক্তিটি দ্রুত হওয়ার সম্ভাবনা আছে যেহুতু ভিক্রান্তের ইন্ডাক্সান আর বেশি দেরি নেই।