ডিফেন্স

সারা পৃথিবীকে চমকে দিয়ে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আনতে চলেছে জাপান

নিউজ ডেস্কঃ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। ইতিমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি দেশ এই প্রোজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার মধ্যে এগিয়ে রয়েছে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ডের মতো দেশ গুলি। তবে এই তালিকায় এশিয়ার আরও একটি দেশ জুড়ল। জাপান। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রোটোটাইপ খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসতে চলেছে এই দেশটি।

জাপানের সিক্সথ জেনারেশন যুদ্ধবিমান মিস্টুবিষি এফ-এক্স। আমেরিকা জাপানকে F-22 এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিতে অসম্মত হওয়ার পরই জাপান এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। ২০০৯ তে একাধিক জিনিস নিয়ে রিসার্চ শুরু করে জাপান।

সবঠিক থাকলে হয়ত ২০২৪ এর প্রোটোটাইপ সামনে নিয়ে আসবে জাপান। ২০২৮ এ প্রথমবার আকাশে দেখা যেতে চলেছে। এবং ২০৩৫ সকলের সামনে নিয়ে আসার কথা চিন্তা করা হলেও ২০৩১ থেকেই প্রচুর পরিমানে প্রডাকশান করতে দেখা যাবে এই যুদ্ধবিমানকে। মোট ১০০ টি এই ধরনের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে জাপান।

আপাতত জাপান তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসাবে ১৫০+ F-35 সার্ভিসে রাখতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *