ছাদবাগানে যেসব ফলের গাছ লাগাবেন
নিউজ ডেস্কঃ জায়গা কম থাকার কারন বা অন্য কোনো কারণে বেশিরভাগ মানুষ ছাদে বাগান তৈরি করতে বেশি পছন্দ করে।যা পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু সব ধরনের ফলের গাছ নাকি লাগানো যায় না একটু ছোট জাতের, ঝোপালো ফল গাছ লাগানোয় নাকি ভালো এমনটিই ধারণা থাকে অনেকের মধ্যে।তাহলে এবার এই ধারণাটি বদলে ফেলুন কারন ছাদে কলম করে কিছু বড় জাতের ফল গাছও লাগানো যায়। ছাদে লাগানোর উপযুক্ত এই ধরনের কিছু গাছ হল –
আম: জায়গার অভাবে আম চাষ করতে পারছেন না? তাহলে ছাদে করে ফেলুন আম চাষ।হ্যাঁ ঠিকই শুনছেন। আপনাদের বাড়ির ছাদে কলম করে বিভিন্ন প্রকার সুস্বাদু আমের চাষ করতে পারেন।
পেয়ারা: এমন আর ফলে গাছ লাগানোর জন্য আলাদা করে জায়গা রাখার দরকার নেই।কারন ছাদ বাগানের পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফলের চাষ সেখানেই করা যায়।যেমন পেয়ারা।পেয়ারা হল একটি সুস্বাদু ফল।এই ফল গাছ আপনারা বাড়ির ছাদে কলম করে লাগাতে পারেন।
লেবু: লেবুতে থাকে বিভিন্ন ধরনের উপাদান যা আমাদের শরীরের জন্য উপকারি।ছাদ বাগান উপযুক্ত ফল চাষেরগুলির মধ্যে একটি চাষ হল কাগজি বা বাতাবি লেবু চাষ।তাই অতি সহজে লেবু চাষ করতে পারেন আপনাদের বাড়ির ছাদে।
কদবেল: জায়গা অভাবে কদবেল চাষ করতে পাচ্ছেন না? সেক্ষেত্রে এর বিকল্প উপায় হল ছাদ বাগান।এই ছাদ বাগানে আপনারা অনায়শে কদবেলের চাষ করতে পারবেন।ছাদের টবে কদবেলের গাছ লাগিয়ে দিন। তবে টবে রোপণের ক্ষেত্রে কদবেলের কলমের চারা বেশি উপযোগী।কলমের চারা থেকে কয়েক বছরের মধ্যে ফুল-ফল ধরে।এই গাছে ফুল আসে মার্চ-এপ্রিল মাস নাগাদ এবং ফল পাকে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।অতি সহজ উপায়ে করা যায় ছাদ বাগানে এই গাছের চাষ।