কিভাবে থাই আপেল কুল চাষ করবেন ?
নিউজ ডেস্কঃ কৃষকরা বিভিন্ন ধরনের ফলের চাষ করে।এই ফল চাষ করতে গিয়ে অনেকে লাভজনক সফলতা লাভ করতে পারে আবার অনেকে পারে না।তাই যারা ফল চাষ করতে গিয়ে লোকসানে সম্মুখীন হচ্ছে তাদের ক্ষেত্রে উপযুক্ত ফল চাষ হল থাই আপেল কুল চাষ।কারন আপেল কুলের উৎপাদন বেশি যার ফলে কৃষকরা অধিক লাভ করতে পারে।তাই অধিক মুনাফা অর্জনের জন্য চাষ করুন থাই আপেল কুল।কিভাবে করবেন থাই আপেল কুল চাষ?
থাই আপেল কুল চাষ করার জন্য সবার প্রথমে নার্সারি থেকে এই গাছের চারা কিনতে আনতে হবে।তবে এই কুল গাছের চারা পাওয়া যায় না এইজন্য এই গাছ গ্রাফটিং পদ্ধতিতে রোপণ করা হয়।এছাড়াও এই গাছের দামও খুব একটা বেশি নয় মাত্র ৩০-৪০ টাকা হবে।
দেশের যে কোনো রাজ্যে এই কুল চাষ করা সম্ভব।এই গাছ চাষের জন্য জমি নির্বাচন করা খুবই সহজ কারন যেকোনো ধরনের জমিতেই চাষ করা যায় থাই আপেল কুল। তবে উচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চল এই গাছ চাষের জন্য অনুপযুক্ত।
থাই আপেল কুলকে বছরে দুবার চাষ করা যায় জুলাই ও আগস্ট মাসে এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসে।
এই গাছের চাষ করা করতে প্রথমের দিকে খরচ বেশি হলেও এক বছর পর খরচ কমে যায়।এবং এক বছর পর থেকেই ফল আসতে শুরু করে দেয় এই গাছে।এই কুল গাছ ২০ বছর ধরে ফল দিতে সক্ষম।এছাড়াও এই গাছের ফলনও খুবই বেশি প্রথমদিকে একটি গাছ থেকে ৩০ থেকে ৪০ কেজি ফল পাওয়া গেলেও পরে ফলের পরিমাণ ১০০ কেজিতে আসে পৌঁছায়।