নিউ কামারদের জন্য ইন্ডাস্ট্রিতে শুরু হতে চলেছে গ্ল্যাম ফেস অফ বেঙ্গল
নিউজ ডেস্ক – সেলিব্রিটিদের নিয়ে চাঁদের হাঁট বসেছে গ্ল্যামার ওয়ার্ল্ডে। তবে সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে গ্ল্যাম ফেস অফ বাংলা বলে একটি কনটেস্ট। এই কনটেস্ট এর মাধ্যমে নতুন মুখদের সুযোগ দিতে চলেছে ইন্ডাস্ট্রি।

সম্প্রতি গ্ল্যাম ফেস অফ বেঙ্গলের শুভ সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় মুখ তৃণা সাহা, ও তার স্বামী নীল ভট্টাচার্য , কনসার্টের ডিরেকটর তথা সিইও সৌমশীষ ব্যানার্জি এবং ঐশ্বর্য রায় সহ প্রমুখ।
গ্লাম ফেস অফ বেঙ্গল প্রসঙ্গে ঐশ্বর্য রায় বলেছেন , ” বাংলা একটি ভালো উদ্যোগ শুরু হয়েছে গ্ল্যাম প্লেস অফ বেঙ্গল। এই প্লাটফর্ম এর সঙ্গে যুক্ত রয়েছে সৌম্যশীষ ব্যানার্জি। তবে এটা এমন একটা প্লাটফর্ম যেখানে নতুন জেনারেশনের নতুন মুখরা সুযোগ পাবে নিজেদের ট্যালেন্ট দেখানোর। তাই আগামী সকল নিউ কামারদের জন্য আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন”।
