অফবিট

শনির স্থান পরিবর্তন। কোন কোন রাশিতে লাগতে চলেছে সাড়েসাতি! 

নিউজ ডেস্ক  –  জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় নিজের স্থান পরিবর্তন করে গ্রহরাজ। সেক্ষেত্রে যখন গ্রহরাজ নিজের স্থান বদলায় তখন নটি গ্রহ বারোটি রাশির উপরের প্রভাব পড়ে। সে ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ কোন কোন রাশির সঙ্গে যুক্ত। এবার রাশির উপর গ্রহরাজের প্রভাব পরলে স্বাভাবিকভাবে সেটা মানুষের জীবনেও প্রতি লক্ষিত হয়।  

নতুন বছরে গ্রহরাজ শনি নিজেরে স্থান পরিবর্তন করে ২৯শে  এপ্রিলের মধ্যে মকর থেকে কুম্ভ রাশিতে স্থানান্তর করছে। সে ক্ষেত্রে বেশ কিছু রাশির ক্ষেত্রে ঢাইয়া ও সাড়েসাতি শুরু হতে চলেছে।  শনি দেবতার স্থান পরিবর্তনের জন্য ধনু রাশিতে সাড়েসাতি শুরু হতে চলেছে এবং মিথুন ও তুলা রাশির ক্ষেত্রে শেষ হতে চলেছে ঢাইয়া।  

যদিও জ্যোতিষ শাস্ত্র মতে বলছে এই গোটা বছরে ধনু , মিথুন এবং তুলা রাশির উপর শনির দশা থাকবে।  ১২ই জুলাইয়ের  পরবর্তী সময়ে মকর রাশিতে বকরা চল শুরু করবে শুনি সে ক্ষেত্রে এই তিন রাশির উপরে তখন থেকে শনির দশা শুরু হবে।  একবার শনির দশা শুরু হলে সেটি বেশ কিছুদিন অব্যাহত থাকে। আপাতত গণনা অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত শনির দশা চলবে তারপরে বৌ দেবতার প্রকোপ থেকে মুক্তি পেতে পারে এই তিন রাশির জাতক-জাতিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *