আন্তর্জাতিক

যে দেশে গাধারাও পাজামা পরে। নাম জানেন দেশটির?

নিউজ ডেস্ক – প্রাচীন যুগ শেষ হওয়ার পরে যখন সভ্যতায় পদার্পণ করেছে মানুষ তখন থেকে পোশাক পড়ে নিজেদের ভদ্র করতে প্রতিনিয়তই তৎপর হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় নিজেদের পষ্যোদের ভালোবেসে অনেকেই জামা পড়িয়ে তাদের সৌন্দর্যের চার গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে পালিত না হলেও পাজামা পড়ানোর রীতি রয়েছে ছাগলদের। হ্যাঁ ঠিকই শুনেছেন! বিষয়টি আজব লাগলেও বাস্তব ঘটনা। এমন এক আজব জায়গা হলো ফ্রান্সের পশ্চিম উপকূল থেকে কিছু দূরে ‘ইলা ডে রে’ নামের দ্বীপ। 

এই দ্বীপের নাম বহু আগে থেকেই বিখ্যাত পর্যটকদের কাছে। কারণ এই দ্বীপের সৌন্দর্য দেখলেই মুগ্ধ হতে বাধ্য হবেন সকলে। তবে এই দ্বীপে একটি  ঘটনা যথেষ্ট অবাক হবেন। আর সেটি হল ছাগলদের গায়ে পরিহিত পাজামার দৃশ্য। সেখানকার স্থানীয়রা জানিয়েছেন উন্নত প্রযুক্তির শুরু হওয়ার আগেই লবণাক্ত জলাভূমিতে কাজ করানো হতো ছাগলদের। কার্যত সেই কারণে কাজ করার সময় বিভিন্ন মশা ও পোকামাকড় থেকে বাঁচাতে এক বিশেষ ধরনের পাজামা তৈরি করে ছাগলদের পড়ানো পড়ানো হতো। এই পাজামা মূলত গৃহস্থদের বিছানার চাদর দিয়ে তৈরি করা হয়ে থাকে। তবে একুশ দশকে উন্নত প্রযুক্তি আসায় বিভিন্ন ধরনের মেশিন তৈরি হওয়ায় ছাগলদের  প্রয়োজন পড়ে না সেইভাবে। কিন্তু পুরনো প্রথা অনুযায়ী আজও ছাগলদের পরিয়ে রাখা হয় পাজামা। ব্যাপারটি পর্যটকদের কাছে হাস্যকর হলেও ওই দ্বীপে মানুষরা এই প্রথার চালিয়ে আসছেন বহু দিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *