আন্তর্জাতিক

এশিয়া মহাদেশের মধ্যে যে দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয়

নিউজ ডেস্ক:- এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশে সবথেকে বেশি ভূমিকম্প হয় জানেন? বা কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে? জাপান এশিয়া মহাদেশের পূর্বে প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। জাপান মোট ৬৮৫২ টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের রাজধানী তথা সবথেকে বড় শহরগুলোর টোকিও। এই শহর তার উন্নত প্রযুক্তি ও খুব অল্প সময়ে উন্নত হওয়ার জন্য বিশ্ব মাঝে পরিচিত। জাপানের সরকারি ভাষা জাপানি। এবং 2015 সালের জনগণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ১২৬,৯১৯,৬৫৯।জাপানের মোট আয়তন ৩ লক্ষ ৭৭ হাজার ৯৭২ বর্গকিমি।

জাপান দেশ সম্পর্কে কিছু মজাদার অজানা তথ্য হলো

1. জাপান প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্প দেখা যায়। সেখানে প্রায় ১০৮ টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।  এক দিনে এখানে প্রায় 5 থেকে 6 বার ভূমিকম্প হয় ।যার জন্য জাপানের ভূমিকম্পের দেশ বলা হয়।

2. 1945 খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যার জন্য এই শহর দুটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যার জন্য এখনও এই শহর দুটিতে ফসল ফলে না এবং বিকলাঙ্গ  শিশুর জন্ম হয়। কিন্তু তারপরে ও জাপানের দুটিকে উন্নত প্রযুক্তির সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক  করার চেষ্টা  করা হচ্ছে। জাপান দেশটিকে প্রযুক্তিবিদ্যার দেশ ও বলা হয়। কিছু বিখ্যাত গাড়ি ও ইলেক্ট্রনিক কোম্পানি রয়েছে যেমন সনি, প্যানাসনিক, নিশান, টয়োটা, হোন্ডা ইত্যাদি।

3. পৃথিবীর সবথেকে বেশি অ্যানিমেশন ডিজাইন জাপানে তৈরি করা হয়।

4. এই দেশে ব্যবহৃত 90% মোবাইল ফোন ওয়াটারপ্রুফ কারণ এই দেশের প্রতিটা ব্যক্তি স্নান করার সময় ও মোবাইল ব্যবহার করে।

5. জাপানিদে কিছু অদ্ভুত খাবার খেতে দেখা যায় যেমন কাঁচা ঘোড়ার মাংস, তারা একে বাসিসি  বলে। এছাড়াও এখানকার মানুষেরা ভাতের সাথে চিনি ও লবণ মিশিয়ে খায় যার নাম হল সুসি। আমেরিকার পর সবথেকে বেশি ম্যাকডোনাল এই দেশের মানুষেরা খেয়ে থাকে। এছাড়াও তারা প্রচুর পরিমাণে সামুদ্রিক খাবার খায়।

6. এই দেশের একটি নিয়ম হলো এখানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ব্যবহার করা আইন বিরোধী।

7. জাপানের স্কুলগুলিতে শিক্ষা জীবনের প্রথম পাঁচ বছর কোন পরীক্ষা হয় না তারা মনে করে পড়াশোনা শুধুমাত্র একজন শিশুর সুন্দর চরিত্র গঠনের জন্য কোন প্রকার পরীক্ষার জন্য নয়।

8. জাপানের রাস্তা গুলিতে কোথাও  কোন জায়গায় কোন প্রকার ডাস্টবিন দেখা যায় না। তারা ব্যবহার করা জিনিসপত্র গুলিকে রিসাইকেলের মাধ্যমে নতুন করে তোলে এবং যে সকল দ্রব্য রিসাইকেল করা সম্ভব নয় তাদের উন্নত পদ্ধতির দ্বারা নষ্ট করে দেয়। এমনকি জাপানিরা রাস্তায় সিগারেটের ছাই পর্যন্ত ফেলে নিষিদ্ধ।

9. জাপানের প্রতিটা রাস্তার মোড়ে একটি করে সামাজিক শৌচালয় রয়েছে যেটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য।

10. জাপানে শিক্ষার হার 100%। এই দেশের দৈনিক সংবাদপত্র কোন প্রকার দুর্ঘটনার, রাজনীতি, সিনেমার সংবাদ, অসামাজিক কর্মকান্ড ও দেশবিরোধী কোন সংবাদ ছাপানো হয় না শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংবাদ ছাপানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *