আজ থেকে প্রায় 88 মিলিয়ন আগে এই দেশ ভারতের অংশ ছিল
নিউজ ডেস্ক- আফ্রিকার দ্বীপ হওয়া সত্ত্বেও আজ থেকে প্রায় 88 মিলিয়ন আগে এটি ভারতের অংশ ছিল। আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত মাদাগাস্কার একটি দ্বীপ রাষ্ট্র। এটি পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গুলির মধ্যে চতুর্থ। মাদাগাস্কার রাষ্ট্রের রাজধানী ও সবথেকে বড় শহর হল আন্তানানারিভো। দেশটিতে তিনটি সরকারি ভাষা রয়েছে মালাগাসি, ফরাসি, ইংরেজি।
মাদাগাস্কার দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. মাদাগাস্কার হলো এমন একটি দেশ যেখানে মানুষ খুব অল্প সময়ে গিয়ে বসতি স্থাপন করেছে। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে মানুষ খুব অল্প সময় গিয়ে বসতি গড়ে তুলেছে তার মধ্যে মাদাগাস্কার অন্যতম। পৃথিবীতে মানুষ বসতি শুরু হওয়ার প্রায় 3 লক্ষ বছর পর মানুষ এই দ্বীপটি খুঁজে পেয়েছে।
2. এই দেশে এমন কিছু উদ্ভিদ পাওয়া যায় যার থেকে নানা প্রকার ওষুধ তৈরি করা হয়। সাধারণত এই সকল গাছ দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। পুরো বিশ্বে আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে মাদাগাস্কার অবদান অপরিসীম।
3. মাদাগাস্কার এমন একটি দ্বীপ যেখানে পাহাড় সমভূমির আগ্নেয়গিরি ও বনজঙ্গল সব একসঙ্গেই দেখতে পাওয়া যায়।
4. একটি অবাক করা বিষয় হলো মাদাগাস্কার আফ্রিকার দ্বীপ হওয়া সত্ত্বেও আজ থেকে প্রায় 88 মিলিয়ন আগে এটি ভারতের অংশ ছিল। এবং তাই মনে করা হয় ভারতীয়দের সাথে মাদাগাস্কার দ্বীপের একটি সম্পর্ক।
5. পুরো বিশ্বে মাদাগাস্কার দ্বীপ টি রোড আইল্যান্ড নামে পরিচিত। এর কারণ হলো এই দ্বীপের সমস্ত মাটির রং লাল। এখানকার মাটির লাল ও উর্বর হাওয়ায় এখানে কৃষি কাজের সুবিধা রয়েছে। দেশটিতে নানা শস্য উৎপাদন করা হয়
6. এই দেশের সংস্কৃতি অনুযায়ী এখানে প্রতিটা মানুষ একই ধরনের জামা পরতে দেখা যায়। এই পোশাকে লাম্বা বলা হয়। এটি এখানকার জাতীয় পোশাক ছোট বাচ্চা থেকে শুরু করে দুধের ও এই পোশাক পরতে দেখা যায়।
7. এখানকার মানুষ সবসময় উল্লাস ও আনন্দ করতে পছন্দ করে। এখানকার মানুষরা গরীব হলেও তাদের মন খুব পরিষ্কার। এই দেশে যদি কোন ব্যক্তি লাম্বা পোশাক পড়ে থাকতে না দেখা যায় তাহলে সে নিঃসন্দেহে বিদেশি হবে।
8. এই দেশের মানুষেরা খুবই পরিশ্রমী হয় তারা কোন কাজকে ভয় পায় না। যার জন্য ইউরোপের বহু দেশে এই দেশ থেকে শ্রমিক নিয়ে যাওয়া হয়।
9. এই দেশটিকে লেমুরের দেশ ও বলা হয় এইখানে 50 থেকে 100 ভিন্ন প্রজাতির লেমুর রয়েছে। এখানে যেখানেই যান না কেন আপনি লেমুর দেখতে পাবেন।
10. এই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চুনাপাথর রয়েছে এই পাথর কে সিঙ্গি বলা হয়। বলা হয় এই পাথরের অন্য কোন দেশে পাওয়া যায় না। এখানকার অধিবাসীরা এই পাথরটিকে অবৈধভাবে লুট করে বিক্রি করে দেয়।