ডিফেন্স

বহু মাস অপেক্ষার পর এবার ৭ লক্ষ বন্দুক ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। কোন দেশের সাথে হতে চলেছে চুক্তি?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষ এবং রাশিয়ার মধ্যে বেশ  চুক্তি ঝুলে রয়েছে বেশ কিছু মাস ধরে। বিশেষ করে হেলিকপ্টার থেকে শুরু করে রাইফেল চুক্তি। তবে এই ঝুলে থাকা চুক্তি গুলি খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। কারন সামরিক চুক্তি গুলিকে নিয়ে আর দেরী করতে চাইছে না কেন্দ্র।

AK-203। বহু মাস ধরে এই চুক্তি ঝুলে রয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে। তবে চুক্তি নিয়ে সব ঝামেলা মিটে গেছে দুই দেশের মধ্যে। নভেম্বর মাসে রাশিয়ান প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে এই চুক্তি সাক্ষরিত হতে চলেছে। সেনাবাহিনীর জন্য ভারত ৫,১২৪ কোটি টাকার বিনিময়ে প্রায় ৬,৭০০০০ AK-203 ক্রয় করবে। এর মধ্যে সরাসরি ৭০০০০ রাইফেল রাশিয়া থেকে সরবরাহ করা হবে এবং বাকী ৬,০১৪২৭ টি আমেঠি তে তৈরি হবে। 

 চুক্তিটি এতমাস পর্যন্ত ঝুলে থাকার প্রধান কারন হল আমেঠি তে AK-203 তৈরির জন্য টেকনোলজি ট্রান্সফারের কারনে রাশিয়া অতিরিক্ত ২০০ কোটি টাকা দাবি করছিল। তবে সেইসকল মিটে গেছে, রাশিয়া ২০০ কোটি টাকার দাবি থেকে বর্তমানে সরে এসছে। ফাইনালি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *