ডিফেন্স

২০৫০ সালে ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের অনুমান করছে বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক – ভারত ও পাকিস্তান অনেকটাই একটা কয়েনের দুটো পিঠ। ছোটবেলা থেকেই ভারতবাসীরা পাকিস্তান ও ভারতের যুদ্ধের ইতিহাস করেই বড় হয়েছে। কাশ্মীর নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বরাবরই লেগেই থাকে। তবে দীর্ঘকালীন চলা এই  যুদ্ধে ২০৫০  সালে দুই দেশের মধ্যে পারমাণবিক বোমার যুদ্ধ হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। ‌ বিশেষজ্ঞদের মতে যদি ভবিষ্যতে এই পারমাণবিক যুদ্ধ বাধে সাথে সাধারণ মানুষের প্রাণ হারাবেন  প্রায় ১২৫ মিলিয়ন অর্থা ১২.৫ কোটি মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়-নিউ ব্রুনসুইক-এর সহ-লেখক অ্যালান রোবোক জানিয়েছেন, ভবিষ্যতে বড় পারমাণবিক যুদ্ধ হলে যে জায়গাটিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হবে শুধু সেই জায়গাটি নয় পুরো বিশ্বে এর প্রভাব বিস্তার হবে। যার মধ্যে জল বায়ুমণ্ডল বাদ পড়বে না। এছাড়াও গণনা অনুযায়ী ১৯৪৫ সালে হিরোশিমায় পরমাণু বোমা নিক্ষেপের মতোই ও ভারতের যুদ্ধে পরমাণুর আকার হবে 15 কিলোটন। যা গোটা একটা বিশ্বকে ধ্বংস করার মতো যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *