বিনোদন

অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি সুজয় প্রসাদ চ্যাটার্জি -র এক প্রয়াস ‘পরব’

দুই দিনের এই প্রদর্শনী তে বসেছিল চাঁদের হাট । অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি এর পোশাক এর রেঞ্জ Oi-SHEY- র বিভিন্ন রকমের ইন্দো ওয়েস্টার্ন পোশাক ও শাড়ির কালেকশন, সঙ্গে সুজয় প্রসাদ চ্যাটার্জি -এর সিরামিক, মল্টেন ক্লে ও উডেন গহনা এবং সময়িতা চক্রবর্তীর কুরুসের গহনার দুই দিন ব্যাপী সাড়ম্বর প্রদর্শনী (পরব) অনুষ্ঠিত হয়ে গেল জুম টি ও গ্রাফি ক্যাফে তে। এই প্রদর্শনীর উদ্বোধন করতে উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র, চন্দ্রাবলি রুদ্র দত্ত, দিব্যেন্দু বড়ুয়া, রাতাশ্রী দত্ত, রিচা শর্মা, দেবমাল্য চ্যাটার্জী, সানি রায়, সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিত্ব। দুই দিন ব্যাপী আয়োজিত এই একজিবিশনে মানুষের বিপুল সারা পেয়ে আপ্লুত দেবযানী ও সুজয়।

দেবযানী চ্যাটার্জি জানালেন, “এত মানুষের সমাদরে আমি সত্যি আপ্লুত। পুজোর আগে একেবারে নতুন কালেকশন নিয়ে আমরা পরব আয়োজন করেছিলাম। কোভিড ভীতি কাটিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানুষ যে ভাবে এসে এই একজিবিশন সফল করে তুললেন তাতে অভিভূত আমি। ” অন্যদিকে সুজয় প্রসাদ চ্যাটার্জি জানালেন, “আমার গহনার রেঞ্জ এর মধ্যে দিয়ে আমি আমি আমার শিল্প সত্ত্বা, আমার রুচি মানুষের কাছে পরিবেশনা করি। পরব এর এই দুই দিন ব্যাপি সময়ে মানুষ যে ভাবে আমার সিরামিক, মোলটেন ক্লে ওর উডেন গহনাকে গ্রহণীয় মনে করেছেন সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। পরবের এই সাফল্যে আমি খুব খুশি হয়েছি।।”
দেবযানী ও সুজয় কথা দিয়েছেন তাঁরা আবার ফিরবেন ‘পরব’ -এর আরেকটি সিজেন নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *