ডিফেন্স

দাঙ্গায় মৃত অতৃপ্ত আত্মারাই এই শহরেই বাস করে। কোথায় আছে এই শহর?

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হোটেল গুলোর মধ্যে অন্যতম একটি হল  কাপুনডা হোটেল।এখনো পর্যন্ত অনেকেই ভূত আছে কি নেই এই তর্কের অবসান ঘটানোর জন্য একা সাহস করে এই হোটেলে  রাত্রি বাস করতে গিয়ে ভীত হয়ে ফিরে এসেছেন।দক্ষিণ অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর  জায়গাগুলোর মধ্যে একটি  মনে করা হয় এই  উত্তর কাপুনডা হোটেল কে। এটা কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো হোটেল গুলির মধ্যে অন্যতম ও বটে। ১৮৪৯ সালে তৈরি এই হোটেলটির নাম প্রথমে ছিল নর্থ কাপুনডা আর্মস । পরে ১৮৫৬ সালে হোটেল তিন নাম পরিবর্তিত হয়ে হয় নর্থ কাপুনডা হোটেল।সেই সময় এই অঞ্চলে থাকা তাম্র খনিতে কাজ করার জন্য দূর-দূরান্ত থেকে প্রচুর খনি শ্রমিকরা এসে এই শহরে  বসবাস করত।মূলত  তাদের থাকা-খাওয়া ও বিনোদনের  উদ্দেশ্যেই কাপুনডা হোটেলটি নির্মাণ করা হয়। কাপুনডা শহরের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছে এই হোটেলের নাম। ১৮৫৯ সালে কাপুনডা শহরে শুরু হয় এক দাঙ্গা। তৎকালীন পুলিশ সুপার মিস্টার কুয়েলি কাপুনডা এই হোটেলের বেলকনিতে দাঁড়িয়েই, শহরের অধিবাসীদের উদ্দেশ্যে বিশেষ দাঙ্গা আইন পড়ে শোনান।

বর্তমানে এই হোটেলে জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হোটেলে সবসময় লেগে থাকে জনসমাগম। তবে হোটেলকে এখন সব থেকে বেশি জনপ্রিয় এখানে ঘুরতে থাকা বিভিন্ন ভর্তি কাণ্ডকারখানার জন্য। হোটেলে আসা বহু পর্যটক এখানে ঘটা বিভিন্ন ভৌতিক কাণ্ডকারখানার সাক্ষী হয়েছেন। অশরীরী আত্মার উপস্থিতি এখানে প্রায়ই অনুভব করা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রত্যক্ষদর্শীদের মতে এখানে একাধিক একাধিক অতৃপ্ত আত্মার বাস।

একসময়ের প্রাণবন্ত হোটেল কিভাবে অতৃপ্ত আত্মার আবাসস্থল  হয়ে উঠল তা জানতে হলে ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে।  কথিত আছে, দাঙ্গার সময় এই অঞ্চলের  খনি শ্রমিকরা হোটেলের নিচ দিয়ে বেশ কিছু সুরঙ্গ তৈরি করেন যা স্থানীয় বিভিন্ন খনির সঙ্গে হোটেলটিকে যুক্ত করেছিল। স্থানীয়দের কাছে শোনা যায় যে টানেল তৈরি করার সময় তাতে আটকা পড়ে বহু শ্রমিকের মৃত্যু হয় এছাড়াও পতিতাদের এখানে ধরে এনে তাদের  নির্যাতন করে মেরে ফেলা ছিল নিয়মিত ঘটনা।এককালের কোলাহলমুখর এই হোটেল এখনো খুন হওয়া সেই সমস্ত অধিবাসীদের ভুত বাস করছে বলে বিশ্বাস করেন স্থানীয়রা।এদের মধ্যে যেমন আছে হোটেলের এক সময়কার মালিক, খনি শ্রমিক, রাজনীতিবিদ,তেমনি আছেন পতিতা সহ আরো অনেকে।

অস্ট্রেলিয়ায় এই হোটেলটি ভর্তি কাণ্ডকারখানার জন্য এতোটা জনপ্রিয়তা লাভ করেছে যে অস্ট্রেলিয়ান  টিভি সিরিজ হন্টিং অস্ট্রেলিয়া এর একটি এপিসোডে উত্তর কাপুনডা হোটেলে ঘটা এসব উদ্ভট ব্যাপারগুলো নিয়ে তদন্ত করা হয়।এবং, তাদের তদন্ত থেকে জানা যায়, হোটেলের সমস্ত ভুতুড়ে ঘটনা হোটেলের ই একটা অব্যবহৃত অংশে ঘটে থাকে।ভৌতিক ঘটনা সম্পর্কে আপনার যদি আগ্রহ থেকে থাকে তবে কখনও অস্ট্রেলিয়া গেলে এই হোটেলটি ঘুরে আসতে  যেন ভুলবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *