এস ৪০০ র জন্য প্রথম ব্যাচের ট্রেনিং শেষ ভারতীয় অফিসারদের। পারফর্ম কেমন করল ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ দেশের জলসীমা থেকে শুরু করে স্থলসীমা সুরক্ষা করার জন্য একের পর এক প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতবর্ষ। বিশেষ করে বর্ডার লাগোয়া সীমান্ত গুলিতে আরও কড়া নজর দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। আর সেই কারনে বিশেষ কিছু যুদ্ধজাহাজ থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষের হাতে আসছে।
রাশিয়াতে বেশ কিছু ভারতবর্ষের যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আপগ্রেডেড তলোয়ার শ্রেণীর ফ্রিগেট। একটি ডেলিভারি হবে ২০২২ এর মধ্যবর্তী সময় আরেকটি হবে ২০২৩ এর মাঝামাঝিতে।
অন্যদিকে এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এই বছরের শেষের দিকে পেতে চলেছে ভারতবর্ষ এবং তা আরও একবার নিশ্চিত করল রাশিয়া। পাশাপাশি তারা এও জানাল যে সব কিছু পরিকল্পনা মাফিক চলছে। ভারতবর্ষের এস ৪০০ অপারেট করার জন্য প্রথম ব্যাচের ট্রেনিং ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ব্যাচের ট্রেনিং চলছে। কত জন ট্রেনিং নিচ্ছে সে বিষয়ে তারা কিছু না জানালেও তারা জানিয়েছে যে যত জন ট্রেনিং নিচ্ছে তা পুরো দেশে এস-৪০০ অপারেট করার জন্য যথেষ্ট। আর তারা খুবই ভালো পারফর্ম করছে এই সিস্টেম অপরেট করার জন্য”