ডিফেন্স

বাঁধা দেওয়া হচ্ছে। তবে খুব শীঘ্রই ভারতবর্ষের তৃতীয় এয়ারক্রাফট তৈরি হতে চলেছে। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে কিছুমাসের মধ্যেই আসবে প্রথম দেশীয় প্রযুক্তির রণতরী। যুদ্ধজাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারনে বেশ কিছু সুবিধা পাবে। তবে আই এন এস ভিক্রান্ত ভারতের হাতে দ্বিতীয় যুদ্ধজাহাজ সার্ভিসে থাকবে, কিন্তু নৌবাহিনীর আরও একটি যুদ্ধজাহাজের চাহিদা রয়েছে অর্থাৎ একই সাথে তিনটি যুদ্ধজাহাজকে তারা সার্ভিসে রাখতে চাইছে তারা। কিন্তু বেশ কিছু সমস্যার কারনে তা হয়ে উঠছে না বা একাধিক সমস্যা রয়েছে।

ভারতবর্ষের তৃতীয় রণতরী হিসাবে আই এন এস ভিশালকে তৈরি করার জন্য ২০১৯ সালে ভারতের নৌবাহিনী জনায় যে ৬৫০০০ টনের ক্যাটোবার সুপার ক্যারিয়ারের ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে এবং খুব শীঘ্রই মিনিস্ট্রি অফ ডিফেন্স কে পাঠানো হবে ক্লিয়ারেন্সের জন্য বলা হয়। কিন্তু ডিসেম্বরে নতুন CDS বীপিন রাওয়াত জানান বাজেটের সমস্যার কারনে নৌসেনাকে হয় ৬ টি SSN নিতে হবে অথবা IAC-2 এয়ারক্রাফট ক্যারিয়ার, যে কোন একটা ঠিক করতে হবে। বাধ্য হয়ে নৌবাহিনী ৬ টি সাবমেরিনকে নির্বাচিত করে।

তবে নৌবাহিনীর একটা বিরাট অংশ এই দাবি থেকে কোনোদিন ই সরে আসেনি। নৌসেনার প্রাক্তন  স্পোকপার্সন ক্যাপ্টেন ডি কে শর্মা জানান তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আসবেই। অর্থাৎ একটা কথা খুব স্পষ্ট যে এয়ারক্রাফট ক্যারিয়ার কতটা দরকার রয়েছে নৌসেনার। আইএনএস ভিক্রান্ত সী ট্রায়ালে যাওয়ার সময় নৌসেনা টুইট করেছিল যে “Many more will follow”!!!!!! কিছুদিন আগেই একটি রিপোর্টে জানানো হয়েছিল প্রাথমিক ভাবে ৩ টি SSN এর জন্য বাজেট দেওয়া হবে বাকী ৩ টি পরে তৈরি করা হবে। এবার ওই বাকী ৩ টির টাকায় অদূর ভবিষ্যতে IAC-2 তৈরি করার কথা হলে অবাক হবার কিছু থাকবেনা। মুম্বাই এ ইতিমধ্যে ড্রাইডক তৈরি করা হয়েছে যাতে অন্তত ৯০০০০ টনের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা সম্ভব, যদিও এত বড় ক্যারিয়ার তৈরি হবে না।

তবে একটা কথা কী নেভি এয়ারক্রাফট ক্যারিয়ার ও SSN দুটোই দরকার ভীষণভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *