ডিফেন্স

রাশিয়া থেকে না ক্রয় করে ইউক্রেনের থেকে যুদ্ধবিমান ক্রয় করছে চীন। পেছনে কি মতলব আঁটছে এই কমিউনিস্ট দেশটি?

নিউজ ডেস্কঃ ভারতের বিমানবাহিনীর প্রধান যুদ্ধবিমান সুখই সু ৩০ এম কে আই। আর এই যুদ্ধবিমান টিকে আরও বিধ্বংসী করে তুলতে বিশেষ কিছু আপগ্রেডেশান করা হচ্ছে। আসলে এই যুদ্ধবিমানে বেশ কিছু মিসাইল ইন্সটল করা হচ্ছে। শুধু রাশিয়া বা আমেরিকা নয় অন্য দেশ থেকেও এই মিসাইল ক্রয় করা হচ্ছে।

ইউক্রেনের থেকে ভারতের প্রধান যুদ্ধবিমান সুখই সু ৩০ র জন্য আর ২৭ মিসাইল ক্রয় করছে ভারতবর্ষ। ২০২১ এর এর ইন্ডিয়া শোতে এই চুক্তি ফাইনাল হয়েছিল। তবে এই ধরনের কত গুলি মিসাইল ক্রয় করা হতে চলেছে তা জানানো হয়নি। আন্তর্জাতিক মহলের মতে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে। রাশিয়ার পাশাপাশি ইউক্রেন ও R-27 মিসাইল তৈরি করে তবে যে ভার্সন ভারত ক্রয় করছে তার সিকার আরও ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *