ডিফেন্স

ব্যলেস্টেক মিসাইল ভূপতিত পরীক্ষা ইরানের। তবে সেখানেই রাখাছিল ভারতের পাঁচটি রাফালে যুদ্ধবিমান। জলঘোলা হচ্ছে আন্তর্জাতিক মহলে

নিউজ ডেস্কঃ ইরান এবং আমেরিকার সম্পর্ক যে এখন সাপে নেওলে তা সকলরেই জানা। আর সেই কারনে আন্তর্জাতিক একাধিক সমীকরণ বদলাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে বিরাট মিলিটারি ট্রেনিং শুরু করেছে ইরান। লক্ষ্য আমেরিকা।

সম্প্রতি ইরানের বন্দর আব্বাসে আমেরিকার নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধ জাহাজের নকল (রেপ্লিকা) উপগ্রহের ছবিতে ধরা পরে। সাধারনভাবে যুদ্ধের সময়ে আমেরিকার বিমানবাহী যুদ্ধ জাহাজ গুলির বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে তার‌ই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এই রেপ্লিকা দেখে।

আর এই মিলিটারি ট্রেনিং র কারনে ঐ অঞ্চলে তিনটি ব্যলেস্টেক মিসাইলের উৎক্ষেপণ করে ইরান। এবং তিনটি মিসাইল‌ই সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারে অবস্থিত আমেরিকার সেনাঘাটির কাছাকাছি স্থানে ভূপাতিত হয়। যার মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরশাহীর আল দাফরা এয়ার বেস। সবচেয়ে খারাপ ব্যাপার হল এই যে এই এয়ার বেসে মার্কিন বায়ুসেনার তেইশ টি F-15s যুদ্ধবিমান এবং চারটি E-3 সেন্ট্রি অ্যাওয়াকস যুদ্ধবিমান রাখা আছে।

আসলে ইরান একটি বার্তা দিতে চাইছে অ্যামেরিকাকে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিলিটারি বেস ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই রয়েছে। তাই বেশি বাড়াবাড়ি করলে,সেগুলো যেকোনো সময় ধংস করা হতে পারে।

তবে এখানে একটি বড় প্রশ্ন হল এই যে এই আল দাফরা এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার পাঁচটি রাফালে যুদ্ধবিমান রাখাছিল। ইরানের এরকম পদক্ষেপ মোটেও ভালোভাবে নেয় নি নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *