ডিফেন্স

রাজপুতরা নিজেদের ঘোড়াকে হাতি সাজাতেন কেন?

নিউজ ডেস্কঃ রাজপুতরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বা রাজ্য শাসন করতে একাধিক পন্থা অবলম্বন করতেন। বিশেষ করে রাজপুতরা নিজেদের রাজ্য পরিচালনা করার জন্য বা যুদ্ধের সময় অনেক আধুনিক এবং বুদ্ধিমান পন্থার বেছে নিতেন।

রাজপুতরা নিজেদের ঘোড়াকে হাতি সাজাতেন কিছু বিশেষ কারনে।

তারা নিজেদের ঘোড়া গুলিকে নকল হাতির বর্ম পরিয়ে রাখতেন বিশেষ করে কারনে। আসলে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু সুবিধা পাওয়ার জন্য এই চালাকি করতেন। আসলে তারা ঘোড়া গুলিকে নকল বর্ম পরাতেন কারন প্রতিপক্ষ এগুলিকে বাচ্চা হাতি ভেবে ছেড়ে দিত আর ঠিক অর্থাৎ রাজপুতরা প্রথমে আক্রমণ করার সুবিধা পেয়ে যেত।

ঘোড়া গুলি তারা পেছনের পায়ে দাড়িয়ে সামনের পা হাতির মাথায় রাখত, আর প্রতিপক্ষকে রাজপুতরা বর্শা বা তরোয়াল দিয়ে আক্রমণ করত।

মারোয়াড়ী বা মালানি নামের বিরল প্রজাতির এই ঘোড়া গুলি বিশেষ ক্ষমতার অধিকারি। এগুলি মরুভূমিতে প্রচন্ড গরম সহ্য করার আশ্চর্যজনক ক্ষমতার জন্য এবং ভালো যুদ্ধের জন্য পাশাপাশি বীরত্ব আনুগত্য এবং সাহসিকতার জন্য খ্যাত ছিল।

পশ্চিম ভারতের মারওয়ার অঞ্চলের রাঠোররা প্রথম এই ঘোড়ার প্রজনন করেছিলেন দ্বাদশ শতাব্দীর শুরুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *