ডিফেন্স

চীনের থেকে কত গুলি বেশি ব্যাটেল ট্যাঙ্ক আছে সেনাবাহিনীর জানেন?

নিউজ ডেস্কঃ ট্যাঙ্ক। এমন এক যুদ্ধাস্ত্র যা যুদ্ধক্ষেত্রে আর্মিকে আলাদাভাবে সাহায্য করে থাকে। বিশেষ করে একটা সময় ছিল যখন দেশের সেনাবাহিনীকে সমতলে যুদ্ধ করার জন্য পারদর্শী হতে হত। আর সেই কারনে অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। তবে কোন দেশের হাতে সবথেকে বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে বলুন তো? বা ট্যাঙ্কের সংখ্যা অনুযায়ী পৃথিবীর প্রথম দশটি দেশ কারা?

গ্লোবাল ফায়ার পাওয়ার” সাইটে ২০২০সালে পৃথিবীর ট্যাঙ্কের সংখা অনুযায়ী রেঙ্কিং এর লিস্ট প্রকাশ করেছে। যাতে তারা বেশ কিছু দেশের নাম প্রকাশ করেছে।

১/ রাশিয়াঃ- ১২,৯৫০টি ট্যাঙ্ক

২/ আমেরিকাঃ- ৬,২৮৯টি

৩/ উত্তর কোরিয়াঃ- ৬,০৪৫টি

৪/ ইজিপ্টঃ- ৪,২৯৫টি

৫/ ভারতঃ- ৪,২৯২টি

৬/ সিরিয়াঃ- ৪,১৩৫টি

৭/ চিনঃ- ৩,৫০০টি

৮/ ইজ্রাইলঃ- ২,৭৬০টি

৯/ তুর্কিঃ- ২৬২২টি

১০/ ভিয়েতনামঃ- ২,৬১৫টি

বাকি লিস্টঃ- https://www.globalfirepower.com/armor-tanks-total.asp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *