১৫ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস হওয়ার কথা ছিল। তবে কেন ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করা হয় এই দিনে?
নিউজ ডেস্কঃ এই বছর ভারতবর্ষ তথা পাকিস্তান ৭৩ বছর স্বাধীনতা দিবস পালন করবে। ভারতবর্ষে মানুষজন ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালন করবেন এবং পাকিস্তানের মানুষজন তাদের দেশের স্বাধীনতা দিবস পালন করেন ১৪ আগস্ট অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে।কিন্তু আপনারা কি জানেন যে পাকিস্তান প্রথম স্বাধীনতা দিবস ১৪ আগস্ট পালন করেননি।তবে কোন দিন পাকিস্তান প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিলেন? এবং কেন সেই বদলে গিয়ে ১৪ আগস্ট মানা হয়?
পাক দেশের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাহ চেয়েছিলেন ১৫ অগস্টই পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হোক। এমনকি স্বাধীনতার প্রথম বছর ১৫ আগস্টে ভারত এবং পাকিস্তান দুই দেশই স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন। তবে পরবর্তী সময়ে ভারতের একদিন আগেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তাবে সম্মতি প্রদান করা হয় কারন ‘স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে’র হস্তান্তর হয়েছিল ১৪ আগস্ট এছাড়াও ১৪ আগস্টে পাকিস্তানের করাচিতে প্রথম ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজনও হয়েছিল। আর সেই থেকেই পাকিস্তানের প্রত্যেক বছর ১৪ আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।
