তোজস মার্ক ২ এর প্রোটোটাইপ তৈরি হচ্ছে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস ভারতের আকাশকে শত্রু মুক্ত করতে তৈরি করা হয়েছে। যুদ্ধবিমানটি যে পৃথিবী অন্যতম সেরা যুদ্ধবিমান তা নতুন করে কিছু বলার নেই। তবে এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান আরও বিধ্বংসী করে তোলা হচ্ছে। দেশের আকাশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি এবার শত্রুপক্ষকেও যাতে আক্রমণ করা যায় তার ব্যবস্থা করে তোলা হচ্ছে।
তোজস মার্ক ২ এর প্রোটোটাইপ তৈরি হচ্ছে।আশা অরা হচ্ছে ২০২২এর শেষে প্রথম প্রোটোটাইপ সামনে আসবে। একবছর গ্রাউন্ড ট্রায়াল হবে। আর তারপর ফ্লাইট ট্রায়াল শুরু হবে (২০২৪)। ২০২৬সালে ফ্লাইট ট্রায়াল শেষ করবে এটা।” – হ্যল সিএমডি আর মাধভন ।সোজা কথায় ২০২৬-২৭ এর মধ্যে মার্ক-২ ভারতবর্ষের বিমানবাহিনীতে যোগ দিতে চলেছে। ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ঠিকসময় মতোই হাতে আসতে চলেছে।