ডিফেন্স

রাশিয়ার যুদ্ধাস্ত্রে ইসরায়েলের টেকনোলোজি দিয়ে আপগ্রেড করছে ইসরায়েল

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ বা হেলিকপ্টারের একটা বিরাট অংশ এখনও আপগ্রেড এবং আপডেট করা বাকি। কারন এই গুলি এতোটাই পুরনো হয়ে পরেছে যে যেকোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে। কিন্তু সেখানেও রয়েছে বিশেষ কিছু অসুবিধা কারন রাশিয়ার কিছু প্রযুক্তির থেকে এখন ইসরায়েলের প্রযুক্তির উপর নজর দেওয়া উচিৎ, কারন এগুলি ব্যাটেল প্রুফ। পাশাপাশি এই যুদ্ধাস্ত্র গুলি এখন আমেরিকাও ইসরায়েলের থেকে ক্রয় করছে। কিন্তু ভারতবর্ষের সেই স্থানেই রয়েছে অসুবিধা।

আজারবাইজানের Mi-17 হেলিকপ্টার যেগুলো অ্যাডভান্সড ইসরায়লি স্পাইক NLOS ATGM লঞ্চার ও ডাটা লিংক অ্যান্টেনা দিয়ে আপগ্রেড করা হয়েছে। অর্থাৎ রাশিয়ার যুদ্ধাস্ত্রে ইসরায়েলের টেকনোলোজি দিয়ে আপগ্রেড করা।   এই স্পাইক NLOS রাফায়েল কোম্পানির তৈরি পিন পয়েন্ট অ্যকুইটেশি যুক্ত সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের ATGM(অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল) এর রেঞ্জ প্রায় ৩২ কিমি। আমেরিকা পর্যন্ত তাদের অ্যাপাচি হেলিকপ্টারের জন্য ক্রয় করেছে।ভারতবর্ষের বায়ুসেনার Mi-17 গুলোকেও এমন আপগ্রেড করা সম্ভব কিন্তু ভারতবর্ষের বিমানবাহিনীতে এই সিস্টেম গুলি ইন্সটল না করে গতানুগতিক ধারায় রাশিয়ান টেকনোলোজি ইন্সটল করেছে। ভারতবর্ষের উচিৎ ইসরায়েলের টেকনোলোজির উপর বিশেষ করে নজর দেওয়া এমনটাই মন সামরিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *