ডিফেন্স

৫০ বছর পর ডেডিকেটেড সিকিং হেলিকপ্টার হাতে পেল ভারতবর্ষ

নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০৩০ এর মধ্যে নৌবাহিনীর একের পর এক প্রোজেক্ট আসার পাশাপাশি বিরাট আকার ধারন করবে নৌবাহিনী। সত্যি কথা বলতে কি ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীর বিরাট বিধ্বংসী হয়ে উঠবে। আর সেই কারনে একের পর এক বিধ্বংসী অস্ত্র ক্রয় করছে ভারতবর্ষ। 

রোমেও হেলিকপ্টার ক্রয় করার ব্যাপারে ভারতের সাথে আমেরিকার চুক্তি হয়েছিল। আর সেই মতো আসতে আসতে ভারতবর্ষ হাতে পাচ্ছে এই হেলি গুলি। ভারতীয় নৌবাহিনী ২৪টি এমএইচ-৬০আর রোমেও হেলি গুলিকে পুরনো হেলিকে রিপ্লেস করা হবে। 

ভাবা যায়? পৃথিবীর অন্যতম আর দঃ এশিয়ার বৃহত্তম নৌবাহিনী দীর্ঘ ৫ দশক পরে সিকিং হেলি গুলো রিপ্লেস করতে চলেছে। ভারত বলতে গেলে এই প্রথম ডেডিকোটেড এ্যন্টি সাবমেরিন হেলি ক্রয় করা হচ্ছে। বাকি গুলোর মধ্যে রাশিয়ান কামভ-২৮ এ্যন্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলি আছে যার কার্যকরীতা অত্যন্ত সন্দেহজনক। 

বলতে গেলে ভারতীয় নৌবাহিনী এতদিন রীতিমত অপ্রস্তুত ছিল। এ্যন্টিসাব ওয়ারফেয়ার হেলি ছাড়া একটা শিপকে শত্রু সাবমেরিনের পক্ষে হিট করা অনেকটাই সহজ। যদিও ২৪টা হেলিকপ্টার কিছুই নয় এখনও আরও অনেক এমন হেলি চাই। সংখ্যাটা ১০০+ হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *