ডিফেন্স

আমেরিকার যুদ্ধবিমান গুলি যুদ্ধজাহাজের উপর কিভাবে আক্রমন চালায় জানেন? দেখুন সেই বিধ্বংসী ভিডিও

নিউজ ডেস্কঃ আমেরিকার যুদ্ধবিমান গুলিতে কি কি মিসাইল আছে তা কমবেশি বেশিরভাগটাই তারা সকলের সামনে নিয়ে আসছে বর্তমানে, তবে প্রত্যেক দেশেরই সামরিক অস্ত্র গোপনে রাখা হয়। ঠিক তেমনই আমেরিকার বেশ কিছু মিসাইল বা টেকনোলোজি তা সকলের নিয়ে আসলেও এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস কিন্তু তারা গোপন করে রেখেছে। তাদের যুদ্ধবিমান গুলি থেকে ব্যবহার করতে একাধিক ক্রুজ মিসাইল তাদের হাতে রয়েছে, বিশেষ করে এখন তারা বেশি করে স্টেলথ ক্ষমতা সম্পন্ন মিসাইল ব্যবহার করছে। ঠিক  তেমনই তাদের হাতে থাকা একটি বিধ্বংসী মিসাইল সিস্টেম হল লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল।

আমেরিকার হাতে থাকা এই মিসাইল গুলি যুদ্ধজাহাজের উপর ব্যবহার করতেই তৈরি করা হয়েছে। AGM 158C LRASM। আমেরিকার সার্ভিসে আসে ২০১৮ সালে। যা স্টেলথ ক্ষমতা সম্পন্ন হওয়ার পাশাপাশি যুদ্ধজাহাজ গুলির বিরুদ্ধে বিধ্বংসী হামলা চালাতে সক্ষম। আমেরিকার বিমানবাহিনী এবং নৌবাহিনীর হাতে থাকা ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে এই মিসাইল সিস্টেম রয়েছে। লখেড মার্টিনের তৈরি এই মিসাইল সিস্টেমের ইউনিট কষ্ট প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *