ডিফেন্স

অত্যান্ত ঠাণ্ডা জায়গায় সারভিলেন্স করতে এবার আসছে দেশীয় কোম্পানির ড্রোন। কত কোটি টাকা খরচ করা হচ্ছে এই অত্যাধুনিক ড্রোনের জন্য?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বায়ুসেনার হাতে একের পর এক দেশীয় যুদ্ধাস্ত্র আসছে বিশেষ করে যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন। বিদেশী সংস্থার থেকে না ক্রয় করে দেশীয় সংস্থার থেকে মেক ইন্ডিয়া ব্র্যান্ডের আওতায় একাধিক জিনিস ক্রয় করা হচ্ছে। আসলে এগুলি ভারতবর্ষের আত্মনির্ভর প্রকল্পের সাফল্য এনে দিতে বিরাটভাবে সাহায্য করবে। দেশীয় সরকারই সংস্থার মধ্যে বেশ কিছু সংস্থা রয়েছে যা একাধিক প্রোজেক্টে সময় নেওয়ার পাশাপাশি ঝুলিয়ে রাখে। আর সেই কারনে দেশীয় বেসরকারি সংস্থার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করার দিকে ঝুকছে সেনাবাহিনী।

ভারতবর্ষের বায়ুসেনার এখন প্রচুর পরিমাণে ড্রোনের প্রয়োজন। কিছুদিন আগে ভারতবর্ষের দেশীয় কোম্পানি ভারতফর্জ দেশীয় কোম্পানির কাছ থেকে সুইচ ভার্টিকাল টেকঅফ ল্যন্ডিং ড্রোন অর্ডার করেছিল ভারতীয় সেনা। কিছুদিনের মধ্যেই ৩০ টি এই ধরনের ড্রোন আসতে চেলেছে সেনাবাহিনীর হাতে এবং এই বছরের মধ্যেই এই ড্রোন গুলির ডেলিভারি শেষ হবে। মোট ১২০ টি এই ক্লাসের ড্রোন ক্রয় করা হচ্ছে। জানুয়ারি মাসে ১৪০ কোটি টাকার বিনিময়ে এই ড্রোন গুলি অর্ডার করা হয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে কত তাড়াতাড়ি হাতে পাচ্ছে এগুলি। 

অত্যান্ত ঠাণ্ডা জায়গায় এই ড্রোন গুলির ব্যবহার করা হবে বলে ভাবা হয়েছে। ড্রোন গুলি বিভিন্ন মিশনে যেতে সক্ষম পাশাপাশি এগুলি চীনের বিরুদ্ধে সারভিলেন্সের কাজে লাগানো হতে চলেছে। 1280×720 pixels রেজোলিউশানের ডে লাইট সেন্সর রয়েছে এই UAV  গুলিতে। ২৫X অপ্টািক্যল জুমিং এর পাশাপাশি থার্মাল ইমেজার রয়েছে যাতে 640×480 pixels রেজোলিউশান রয়েছে।

এতে যোগাযোগ করার জন্য লিংক রয়েছে এবং সমুদ্র লেভেল থেকে ৪০০০ মিটার উপরে লঞ্চ করা যায় পাশাপাশি ১০০০ মিটার উচ্চতা থেকে উড্ডয়ন করতে সক্ষম। হালকা এই ড্রোন গুলি ১৫ কিমি রেঞ্জের পাশাপাশি টানা ২ ঘণ্টা উড়তে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *