এস ৪০০ এখনও হাতে না আসলেও। বর্তমানে রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ভারতবর্ষ। দেখুন তার বিধ্বংসী ক্ষমতা
নিউজ ডেস্কঃ রাশিয়া এবং আমেরিকার শত্রুতা জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। এই দুই দেশ বর্তমানে যতই ঠাণ্ডা যুদ্ধ নিজেদের মধ্যে চালিয়ে যাক না কেন টেকনোলোজির দিক থেকে দুই দেশেই এগিয়ে যাচ্ছে, এবং নিজেদের অস্ত্রের সম্ভার বাড়িয়ে চলেছে। আর্থিক দিক থেকে এখন যথেষ্ট পিছিয়ে পড়েছে রাশিয়া তবে তাদের নিজেদের দেশের ডিফেন্স করার ক্ষেত্রে তারা একটুও পিছিয়ে পরতে চায়না। আর সেই কারনে তাদের কাছে একের পর এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তাদের হাতে থাকা এস ৪০০ যথেষ্ট শক্তিশালী কিছুদিনের মধ্যে এস ৫০০ হাতে আসতে চলেছে। তবে তাদের এই এই সিরিজের মিসাইল ছাড়াও আরও একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যা সচরাচর চোখে পরেনা। আর এই মিসাইল গুলি যেকোনো সময় শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে।
রাশিয়ার হাতে থাকা ঠিক তেমনি এক মিসাইল হল বাক মিসাইল সিস্টেম। রাশিয়ার হাতে থাকা মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ১৯৮০ র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পায় সোভিয়েত ইউনিয়ন যা আজও রাশিয়াকে সার্ভিস দিয়ে আসছে। রাশিয়া, ইউক্রেন, চীন এবং ভারতবর্ষের মতো দেশের হাতেও এই বিশেষ মিসাইল সিস্টেমটি রয়েছে। রাশিয়ার এই মিসাইল সিস্টেম দ্বারা আমেরিকার একাধিক হামলা যেকোনো মুহূর্তে ঠেকিয়ে দিতে পারে রাশিয়া। তবে মিসাইল গুলি কাজ করে কিভাবে জানেন?