ভারতবর্ষ থেকে যুদ্ধজাহাজ ক্রয় করতে চলেছ বাংলাদেশ। কত গুলি যুদ্ধাস্ত্র?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষ এবং বাংলাদেশের সাথে সম্পর্ক যে কতোটা ভালো তা আর নতুন করে কিছু বলার নেই। ভারতবর্ষের থেকে এবার একাধিক যুদ্ধাস্ত্র ক্রয় করতে চলেছে বাংলাদেশ। ভবিষ্যতে বাংলাদেশের নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনীতে প্রচুর পরিমাণে ভারতীয় যুদ্ধাস্ত্র দেখা যেতে চলেছে।
ভারত থেকে ৬ টি ৬ টি অফসোর পেট্রোল ভেসেল বা OPV ক্রয় করার চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইন্জিনিয়ারস লিমিটেড বা GRSE এগুলি তৈরি করবে। তবে টেন্ডার জেতাটা খুব সহজ ছিলনা কারন চীন, তুরস্কের মতো দেশকে হারিয়ে ভারতবর্ষ এই টেন্ডার জিতেছে। যদিও এটি প্রাথমিক অর্ডার ভবিষ্যতে আরও পেট্রল ভেসেল অর্ডার করবে বাংলাদেশ। পাশাপাশি ভারতবর্ষে থেকে ভবিষ্যতে করভেট এবং ফ্রিগেটের মতো যুদ্ধজাহাজ ক্রয় করতে পারে বাংলাদেশ।
