ডিফেন্স

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সমস্ত মিগ-২১ অবসর করা হবে। এর বদলে কি কি যুদ্ধবিমান সার্ভিসে আসতে চলেছে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে রাফালে আসার পর যে বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। ৩৬ টা রাফালে হাতে পাওয়ার পর তেজাস মার্ক ১ এ যদি বায়ুসেনার সার্ভিসে আসে তাহলে সব মিগ ২১ যুদ্ধবিমান গুলিকে অবসর করে নেওয়া হবে। 

ভারতের হাতে এখন ২৩টি রাফাল আছে। ১৮টি আম্বালাতে। আর বাকি ১৮টি হাসিমারা এয়ার বেসে মোতায়েন করা হবে। পাঁচটি রাফাল যা আম্বালা এয়ারবেস পূর্ণ করার পরও অতিরিক্ত ভারতের হাতে আছে, সেগুলো দিয়ে এক মাসের মধ্যেই হাসিমারা এয়ারবেস গঠন করা হবে। বাকি ১৩টি ধাপে ধাপে ভারতের হাতে তুলে দেবে ফ্রান্স।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সমস্ত মিগ-২১ অবসর করা হবে বলে জানান এয়ার চিফ মার্শাল।

রাফাল ইন্ডাক্সান শেষ হলে ২০২২সালে, পরের সাড়ে তিন বছরে বিমানবাহিনীর মূল লক্ষ্য হবে তেজসের ব্যপক ইন্ডাক্সান (মার্ক-১এ)!

আমকা কে ভারতীয় বিমান ও নৌ , দুই বাহিনীতেই ইন্ডাক্ট করা হবে। বিমানবাহিনী আমকাকে খুব গুরূত্ব দিচ্ছে বলে জানান এয়ার চিফ মার্শাল। নেত্রা এ্যওয়াক্স যা এমব্রার এর ওপর ডেপ্লয়েড তা ইতিমধ্যে যুক্ত হয়েছে। এবার এয়ারবাস এ-৩২০ এর ওপর এ্যওয়াক্স ডেপ্লয়মেন্টের ওপর গুরূত্ব দিচ্ছে বিমানবাহিনী। বিষয়টি কনফার্ম করেছে এয়ার চিফ মার্শাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *