ডিফেন্স

২০২১-২০২২ এ চীন সামরিক খাতে কত বিলিয়ন ডলার খরচ করতে চলেছে?

নিউজ ডেস্কঃ চীনের থেকে এখন বিরাট পরিমানে যুদ্ধাস্ত্র ক্রয় করছে পাকিস্তান। একটা সময় তারা আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করলেও চীনের সাথে ভালো সম্পর্ক থাকার কারনে আমেরিকার থেকে আসতে আসতে দূরে সরে গেছে পাকিস্তান আর সেই কারনে তাদের সেনাবাহিনী থেকে শুরু করে বায়ুসেনাকে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে তাদের হাতে থাকা যুদ্ধবিমান এবং একাধিক অস্ত্র আপগ্রেড করে দিচ্ছে না আমেরিকা আর সেই কারনেই তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে আসতে আসতে এই দেশটির সামরিক ক্ষেত্রে বেশ খরচ করতে দেখা যাচ্ছে।

পাকিস্তানের ২০২১-২২ এর জন্য সামরিক বাজেটের পরিমান $৮.৭৮বিলিয়ন।

মজুরি এবং বেতনের জন্য $৩.১১বিলিয়ন।

অপরেশেনাল, লজিস্টিক, মেইন্ট্যনেন্স এর জন্য $২.১০বিলিয়ন।

নতুন অস্ত্র ও অন্যান্য ইকুইপমেন্টের জন্য $২.৫১বিলিয়ন।পরিকাঠাম উন্নয়ন  $১.১বিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *