ডিফেন্স

এশিয়ার প্রথম কোন দেশ ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন পৃথিবীর সামনে এনেছিল জানেন। কত সালেই বা তা হয়েছিল?

নিউজ ডেস্কঃ চীনের যুদ্ধাস্ত্র নিয়ে যে বরাবর অসুবিধা রয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। তাদের কাছে প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র হয়ত থাকতে পারে, কিন্তু সেই যুদ্ধাস্ত্রের মান যে ভালো নয় তা একাধিকবার প্রমান হয়েছে।

১৯৭৮ সালে PLAN বা পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের সর্ব প্রথম SSBN বা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চ করে । সাবমেরিন টি হল টাইপ ০৯২  Xia ক্লাস । এবং এই সাবমেরিনটি ছিল এশিয়ার প্রথম দেশ যারা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চ করেছিল।

১৯৭৮ সালে বরাই শিপ ইয়ার্ড তারা এই সাবমেরিন বানানোর কাজ শুরু করে এবং ১৯৮১ সালে তা সমাপ্ত হয়। এই প্রোগ্রামটির নাম ছিল বোট ৪০৬।  ১৯৮৭ সালে এই প্রজেক্ট শেষ হয় এবং  JL 1 মিসাইল লঞ্চ করে একে নৌ সেনার অন্তর্গত করা হয়।

০৯২ ক্লাস সাবমেরিন এসেছিল চীনের প্রথম জেনারেশন সাবমেরিন ০৯১ হান ক্লাস সাবমেরিন থেকে। এই ০৯১ হান ক্লাস সাবমেরিনটি সমুদ্রে দূরপাল্লার অপারেশনে যেতে ব্যার্থ থাকার পাশাপাশি গোলযোগ লেগেই থাকত। সাবমেরিন টি ১৯৮১ সালে লঞ্চ হয়েছিল টেকনোলজি ডেমনেস্টরাটার বা প্রদর্শক হিসাবে। তবে নিউক্লিয়ার রি অক্টরের সমস্যা ও বেশী অস্ত্র এটা বহন করতে পারত না পাশাপাশি বেশ কয়েকবার দুর্ঘটনার স্বীকার হয়েছিল এই সাবমেরিন। অবশ্য কমিউনিস্ট সরকার সে সব চেপে যায়।

এর শব্দ এত টাই ছিল যে  জাহাজ এর সোনার সিস্টেম অতি সহজেই শনাক্ত করতে পারত। এর পর সার্ভিস আসে ০৯৩ ক্লাস এবং বর্তমান ০৯৪ জিন ক্লাস।  কিন্তু সেই অসুবিধা রয়েগেছে আজও। চীনা পরমাণু সাবমেরিন গুলো দুনিয়ার সবচেয়ে শব্দ করা সাবমেরিন এর মধ্যে পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *