ভারত-চীন সীমান্তে ৭০ বছরের ঘাটতি মেটাতে দিন রাত কাজ করা হচ্ছে
নিউজ ডেস্কঃ চীনের সাথে ভারতের সংঘাতে ভারতের প্রচুর সেনা শহিদ হয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার হলে এর ফলে কাজের গতি বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে। কারন পাঁচ বছরের কাজ এখন এক বছরে সম্পন্ন হচ্ছে।
ভারত- চীন সংঘাতের কারনে চীন সীমান্তে পরিকাঠামো উন্নয়নের কাজে বিশেষ গতি এসেছে। যা সত্যি অবাক করার মতো ব্যাপার। ভারত-চীন সীমান্তে দীর্ঘ ৭০ বছরের ঘাটতি মেটাতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে আর্মির শাখা বর্ডার রোড অর্গানাইজেশান। আর তার ফলে বিরাট লাভবান হবে ভারতীয় সেনা। কারন এবার থেকে সীমান্তে -৪০ ডিগ্রী তাপমাত্রাতে বিপুল সেনা মোতায়েন রাখার জন্য শেল্টার ও অল ওয়েদারে অপরেট করার জন্য বাসস্থান নির্মানের ৫বছরের প্রোজেক্ট আর্মি শেষ করেছে মাত্র ১২মাসে।
এই বাসস্থান গুলি হওয়ার ফলে বিশেষ সুবিধা পাওয়া যাবে। কারন এই বাসস্থান গুলি যেকোনো পরিস্থিতে ঘড়ের তাপমাত্রা বা রুম টেম্পারেচার একদম স্বাভাবিক রাখে। তবে শুধু বাসস্থান নয় পাশাপাশি রোড, ব্রীজ, টানেল নির্মানও চলেছে জোড় কদমে। ইতিমধ্যে সাড়ে চার কিলোমিটারের টানেল নির্মানের কাজ শুরু হয়েছে। যার ফলে দূর্গম লাদাখে আরও দ্রুত পৌছাবে সেনা।