তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে আবারও সাফল্য পেল আফগান সেনা
নিউজ ডেস্কঃ জো বাইডেন ক্ষমতায় আসার পর ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে ইতিমধ্যে একাদিক পদক্ষেপ গ্রহন করেছে। ইরাক থেকে শুরু করে আফগানিস্থান। ইরাকে একাধিক হামলা চালিয়ে সাফল্য পেয়েছে তারা। তবে সম্প্রতি আফগানিস্থানে তালিবানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার বায়ুসেনা। যেভাবে তালিবানদের একাধিক ঘাটি উড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। আফগানিস্থানে একের পর এক হামলায় বিরাটভাবে সাফল্য পেয়েছে আমেরিকা এবং আফগানিস্থান।
আফগান সেনাবাহিনীর একাউন্টারে ৫৭৬ জন তালিবানি জঙ্গি খতম হয়েছে আবার, এবং ২৭৩ জন আহত হয়েছে। পাশাপাশি ৭২ টি আইইডি ও ডিফিউজ করা হয়েছে। তালিবান দমনে এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্যাপক সাফল্য পেল আফগানিস্তান সেনাবাহিনী। কিছু সপ্তাহ আগেও তারা ব্যাপক সংখ্যায় তালিবানি কে খতম করেছিল।